X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মামলা প্রত্যাহার দাবি: ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৮:১৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:২৩

ঢাবিতে বুধবার প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ভাস্কর্য আন্দোলন, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাঙামাটি ও দিনাজপুরে শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট। বুধবার (১৯ জুলাই) দুপুরে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলাভবন ও ডাকসু প্রদক্ষিণ করে কলাভবনের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজন বলেন, ‘২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালুর বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। তিন বছর পর এখন সেই মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা হোক।’ তিনি বলেন,‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নামে হয়রানিমূলক মামলা করেছে প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা অনশন করেছে। আমরা হয়রানিমূলক এ মামলাও প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি.এম জিলানী শুভ বলেন, ‘সরকার যেভাবে মামলার হুলিয়া জারি করছে, তা কোনও গণতান্ত্রিক দেশে কাম্য নয়।’ তিনি জানান, ২৪ জুলাই জাহাঙ্গীরনগরের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংহতি সমাবেশ ও ৩০ জুলাই রাজশাহীর হয়রানিমূলক মামলায় নতুন করে চার্জশিট দেওয়ার প্রতিবাদে ছাত্র সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়েও বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্সের বিরুদ্ধে শিক্ষার্থীরা কথা বলেছে। শিক্ষকদের দলাদলি ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশ্নহীন আনুগত্যে বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা হচ্ছে। ছাত্র-শিক্ষক সম্পর্ককে ক্রেতা-বিক্রেতার পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।’ তিনি বলেন, ‘হামলা-মামলা করে মানুষের যুক্তিবোধ ও প্রশ্ন করার অধিকার ধ্বংস করা যায় না।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ডাইনিং চার্জ বৃদ্ধি ও পরিবহনসুবিধা সংকুচিত করার প্রস্তুতি চলছে তখনই এই চার্জশিট দেওয়া হলো। শিক্ষাঙ্গনে যে অস্থিরতা চলছে, তা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা সাদিকুল ইসলাম সোহেল।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ বাদী হয়ে ১০৫ শিক্ষার্থীর নামসহ ৪৭৫ জনের বিরুদ্ধে পৃথকভাবে দুটি করে ৬টি মামলা করে।

অন্যদিকে, চলতি বছরের ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদকালে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পৃথকভাবে দুটি মামলা  করে।এ ঘটনায় ৪২ শিক্ষার্থী গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি