X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকার আসন বাড়ছে না, বাংলায় আসছে আরপিও: ইসি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ২১:১৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:২২

নির্বাচন কমিশন সংসদীয় আসন নির্ধারণের আইনে সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম। তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া সহজ ও সুষ্ঠু করার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)সহ সংশ্লিষ্ট আইন ও বিধিতে সংস্কারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ বৃহস্পতিবার বিকালে আগার গাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এই তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার বলেন, ‘জনসংখ্যা বাড়লেও ঢাকায় আসন সংখ্যা বাড়ছে না, তা একপ্রকার নিশ্চিত করেই বলতে পারি। তবে ঢাকায় আসন কমবে কিনা, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’  তিনি  আরও বলেন, ‘আরপিও ও সীমানা নির্ধারণ আইন বাংলায় অনুবাদ করা হবে, এটাও মোটামুটি নিশ্চিত। আইন সংস্কারে আমরা বিশেষজ্ঞদের অভিমত নেব। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাদেরও অভিমত নেব। কারণ মাঠ পর্যায়ে তারাই আইনের প্রয়োগ করে থাকেন। আগামী নির্বাচন সামনে রেখে সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে এ কমিশনার বলেন, ‘জনসংখ্যার পাশাপাশি ভোটারসংখ্যা ও আয়তনের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা জনসংখ্যা বেড়েছে কিন্তু ভোটার সংখ্যা বেশি নাও হতে পারে। যা-ই  হোক, ঢাকায় সংসদীয় আসন সংখ্যা বাড়ছে না, এটা মোটমুটি নিশ্চিত। তবে ঢাকার আসন সংখ্যা কমবে কিনা, তা আলোচনা হয়নি।’

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। আমরা চাই, সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। সেটাই হবে আমাদের সাফল্য।’

ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!