X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০১৭, ০১:০৩আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৩:৫১

 

রামনাথ কোবিন্দ ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭১ বছর বয়সী আইনজীবী রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, “রাষ্ট্রপতি হামিদ বৃহ্স্পতিবার (২০ জুলাই) এক বার্তায় ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘রামনাথের নেতৃত্বে ভারতের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে।”’ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সরকার ও জনগণের পক্ষ থেকে রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস জানায়, বৃহস্পতিবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার অভিন্ন ভিত্তির ওপর বাংলাদেশ-ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এসব সম্পর্কের শক্তিতেই আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করেছি এবং একে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে টেকসই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বহু বছরে আমাদের বন্ধন আরও গভীর হয়েছে।’

শেখ হাসিনা বলেন, তার সরকার দু’দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি রামনাথ কোবিন্দকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় খালেদা জিয়া বলেন, ‘রামনাথ কোবিন্দের গতিশীল নেতৃত্বে আঞ্চলিক রাজনীতিতে পারস্পরিক সহযোগিতা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে। উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে ভারতের নতুন রাষ্ট্রপতি যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করবেন।’ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও বিএনপি চেয়ারপারসন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।

/এএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!