X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল, পুলিশ তাদের নিবৃত করে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৩:০৮আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৩:২৮

আছাদুজ্জামান মিয়া শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের অ্যাকশন বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম থেকেই অনেক বোঝানো হয়েছিল। তাদের রাস্তা (শাহবাগ) ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের কথা শোনেনি। শিক্ষার্থীরা তারপরও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে। তখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের নিবৃত করে।’

শনিবার (২২ জুলাই) ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ছাত্রদের প্রথমে বুঝিয়েছে। কিন্তু ছাত্ররা কথা শোনেনি। এরপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এরপরও এখানে কোনও ল্যাকিংস থাকলে তা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে শাহবাগে আন্দোলন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ওপর পুলিশ আগবাড়িয়ে হামলা করেছে। এতে অন্তত তাদের ১০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত হয় তিনজন। একজনের দুইচোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, টিএসসির দিক থেকে আসা একটি মিছিলে পুলিশের অ্যাকশন। ঘটনার পর পুলিশের এমন অ্যাকশনের সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে সাংবাদিকদের ওই ঘটনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন ডিএমপি কমিশনার।

একই অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘গুলশান হামলায় জড়িত বাশারুজ্জামান ওরফে চকলেট বাশার ও ছোট মিজান অপারেশন ঈগল হান্টে নিহত হয়েছে। বাশারের ছবি আমরা মিলিয়ে দেখেছি। জঙ্গি সোহেল মাহফুজ তাদের মৃতূ্যর বিষয়টি জানিয়েছে। এরপরও পরিচয় নিশ্চিত হতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

/এআরআর/এফএস/ 

আরও পড়ুন- 
শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন: ১২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পুলিশের

‘শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত সিদ্দিকুরের চোখ ফেটে গেছে'

শিক্ষার্থীদের আন্দোলনে কারও ইন্ধন রয়েছে, দাবি ঢাবি উপাচার্যের

সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়