X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সরকারি মহাপরিকল্পনার বিপরীতে জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৪:১৪আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৫:৫৮

তেল,গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষায় জাতীয় কমিটি

সরকারি মহাপরিকল্পনার বিপরীতে ‘তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায়’ জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনার খসড়া উপস্থাপন করেছে। তাদের দাবি, সরকারের চেয়ে অর্ধেক দামে তারা ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এজন্য তারা নবায়নযোগ্য শক্তিকেই একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন। শনিবার (২২ জুলাই) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

কমিটির দাবি, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে সুলভে সরকারের সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর দাম অবশ্যই সরকারের চেয়ে অর্ধেক দামে দেওয়া সম্ভব হবে। এই পরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সাল নাগাদ জাতীয় কমিটির প্রস্তাবিত ব্যবস্থায় বিদ্যুতের প্রস্তাবিত গড় মূল্য হবে ৫.১০ টাকা। যদিও সরকারি হিসাবে মূল্য হবে ১২.৭৯ টাকা।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী সুমন মাহবুব প্রস্তাবটির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে গুণগত পরিবর্তন নিশ্চিত করে নবায়নযোগ্য উৎস থেকেই বিদ্যুৎ উৎপাদন শীর্ষ স্থানে আনা যাবে। ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৫৫ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে আনা সম্ভব হবে। দ্বিতীয় স্থানে থাকবে প্রাকৃতিক গ্যাস শতকরা ৩৭ ভাগ। তেল ও আঞ্চলিক সহযোগিতা শতকরা ৮ ভাগ।’ 

সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব এবং পদ্ধতিগুলো কী হবে সেসব বিষয়ে থসড়া প্রস্তাব তুলে ধরেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। তিনি বলেন, ‘প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা, খনিজ সম্পদ রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ এবং জাতীয় সক্ষমতার বিকাশসহ জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন যাত্রা সম্ভব।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।

আয়োজকরা সাংবাদিকদের এই বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এটি আলোচনার শুরু। দীর্ঘসময় গবেষণা করে তারা এই কাজটি করতে সক্ষম হয়েছেন। বক্তৃতাকালে সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,‘আমরা সবসময় বিকল্প প্রস্তাব দিয়ে থাকি। আমরা লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করে বিকল্প বাম গণতান্ত্রিক ধারার সরকার গঠন করতে হবে।’

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আলোচনা সাপেক্ষে তার বক্তব্যে বলেন, ‘সরকার সব সময় বলে বিদ্যুতের দাম বাড়াতেই হচ্ছে ‘আর কোনও উপায়’ নেই। এবং সরকারের এই দাবি যে ঠিক না এটা বোঝানোই মহাপরিকল্পনার লক্ষ্য।’

 /ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?