X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে সেই ইউএনও’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১২:৩৪আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৪:৪০

গাজী তারিক সালমন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) বাদী বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু নিজেই এ আবেদন করেন। শুনানি নিয়ে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে আবেদনটি মঞ্জুর করে মামলা খারিজ করে দেন।

মামলায় হাজিরের দিন আজ রবিবার ধার্য  ছিল। তবে এ দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী ওবায়দুল্লাহ সাজু। তিনি কেন মামলা প্রত্যাহারের আবেদন করেছেন- শুনানিতে তা জানতে চাইলে ওবায়দুল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ কারণে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।’

মামলা খারিজের আদেশের পর যোগাযোগ করা হলে তারিক সালমান তাকে সমর্থনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন ওবায়দুল্লাহ। পরবর্তীতে ২৭ জুলাইয়ের মধ্যে তারিক সালমনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। গত বুধবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে নামঞ্জুর হয়। এ ঘটনায় জনপ্রশাসনে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

উল্লেখ্য, মামলার বাদী ওবায়দুল্লাহকে শুক্রবার দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এর আগে গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের আঁকা চিত্রকর্ম ব্যবহার করে স্বাধীনতা দিবসের কার্ড বানানোর ঘোষণা দেন আগৈলঝড়ার ইউএনও গাজী তারেক সালমন। সেখানে প্রথম ও দ্বিতীয় হওয়া ছবি কার্ডে প্রথম ও শেষ পিঠে ব্যবহার করা হয়। এ নিয়ে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজু কার্ডে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃত’ করে উপস্থাপন হয়েছে দাবি করে মানহানির মামলা করেন। তার যুক্তি ছিল, কার্ডে বঙ্গবন্ধুর ছবিটি পেছনের পাতায় দেওয়ায় অবমাননা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাডমিনিস্ট্রিটিভ অ্যাসোসিয়েশনের মধ্যে তোলপাড় শুরু হলে এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, ‘বঙ্গবন্ধুর হুবহু ছবি আজ পযন্ত কেউ আঁকতে পারেনি।’ আজ রবিবার মামলার হাজিরার দিনে সকালে বাদী তার মামলাটি প্রত্যাহার করে নিতে আবেদন জানায়।

/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 

বরিশালে আদালত থেকে সেই ৬ পুলিশ প্রত্যাহার
সালমনকে শোকজ করেছিলেন ডিসি, সন্তুষ্ট হননি বিভাগীয় কমিশনার

আমাকে দুই ঘণ্টা কোর্ট হাজতে আটক রাখা হয়: ইউএনও সালমন

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!