X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার গুণগত মান অর্জন করাই বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১৪:৫৩আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৫:০১

এইচএসসি পরীক্ষার্থীদের উল্লাস শিক্ষার গুণগত মান অর্জন করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা আমরা শিক্ষার মান অর্জনের চেষ্টা করছি। শিক্ষকদের মধ্যে তো সমস্যা আছে। এটি কাটিয়ে উঠতে চেষ্টা করছি। মান বেড়েছে, তবে গুণগত মান বৃদ্ধি করা বড় চ্যালেঞ্জ। এটি শুধু বাংলাদেশের না সারা বিশ্বের চ্যালেঞ্জ। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রবিবার দুপুরে সচিবালয়ে এইচএসসি ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রেস কনফারেন্স শেষ হওয়া মাত্র ফল অনলাইনে পাওয়া যাবে। এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। কারিগরিতে পাস ৮১.৩৩ শতাংশ,৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬। ঢাকা বোর্ডে ৬৯.৭৪, রাজশাহী বোর্ডে ৭১.৩০, কুমিল্লা বোর্ডে ৪৯.৫২, যশোর বোর্ডে ৭০.২, চট্টগ্রাম বোর্ডে ৬১.৯, বরিশাল বোর্ডে ৭০.২৮, সিলেট বোর্ডে ৭২ ও দিনাজপুর বোর্ডে ৬৫.৪৪ শতাংশ পাস করেছে। এবার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২৫টি।

নটরডেম কলেজের শিক্ষার্থীদের উল্লাস

কুমিল্লার ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফলাফল মূল্যায়ন না করে বলা ঠিক হবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে পরীক্ষা অনিশ্চিত ছিল। আমরা শৃঙ্খলার মধ্যে এনেছি। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে আমরা ফলাফল দেই। এ বছর ২৩ এপ্রিল পরীক্ষা শুরু হয়েছিল। ২৫ মে শেষ হয়েছে। ৫৯তম দিনের মধ্যে ফলাফল দেওয়া হলো। আগে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হতো না বলে অভিযোগ পেয়েছি। এতে দেখা যেত ভালো ছাত্ররা খারাপ আর খারাপ ছাত্ররা ভালো রেজাল্ট করতো। খাতার ওজন দেখে নম্বর দেওয়ার অভিযোগও শুনেছি। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট গঠন করা হয়। এটা সংক্ষেপে বেডু নামে পরিচিত। এটি গত তিন বছর ধরে কাজ করছে। শিক্ষক ও হেড এক্সামিনার ঠিকমতো খাতা দেখছেন কিনা তা তার খতিয়ে দেখে। বেডু কাজ করার পর থেকে পরীক্ষা ফলাফলে কিছুটা পরিবর্তন এসেছে। এসএসসি পরীক্ষার খাতা বেডু দ্বারা পুনঃমূল্যায়ন করা হয়েছিল। ফলে দেখা গেছে পাসের হার শতকরা ৮ শতাংশ কমেছে। গত চার বছর প্রশিক্ষণ দিয়ে এটা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র রক্ষা করা একটা কঠিন কাজ। এ কাজে আমরা সফল হয়েছি। প্রশাশন, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে একাজ সম্ভব হয়েছে।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ফাইল ছবি

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা ফেল করছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। একটি পরীক্ষায় পাস না করলে জীবনের সব কিছু পাল্টে যায় না। আগামীতে আরও পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে। ভেঙে পড়লে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে।’

শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আগের বছরের ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীরা গত বছরের মূল শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছিল বলে সংখ্যা বেশি ছিল। এ বছর ঝরে ও ফেল করা ছাত্র কম। এ বছর শিক্ষার্থীরা জেনুইন।’

তিনি বলেন, ‘বিজ্ঞানের ছাত্র কমে যাওয়ায় আমাদের জন্য আতঙ্কের বিষয় ছিল। বিজ্ঞানের ছাত্র বাড়ানো জন্য আমরা ক্যাম্পইন করছি, শিক্ষক নিয়োগ দিয়েছি এবং যন্ত্রপাতিও কেনা হয়েছে। ফলে এ বছর বিজ্ঞানের শিক্ষার্থী বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২ লাখ ২৪ হাজার ৩৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে এক লাখ ৭৮ হাজার ২২০ জন। পাসের হারে ৮৩ শতাংশ।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, গত বছর যে পদ্ধতিতে ভর্তি হয়েছে সেই পদ্ধতিতে হবে।

ছবি: নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন।

/এসআই/এসটি/ 

আরও পড়ুন: 

এইচএসসিতে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ

পাসের হার ও জিপিএ দুটোই কমেছে

 প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’