X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিএসসিসির ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৬:২৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:৫৮

 

ডিএসসিসির বাজের ঘোষণা করছেন মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে মোহাম্মদ হানিফ মিলনায়তনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন। একইসঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের ১ হাজার ৭৮৮ কোটি ৭৭ লাখ  টাকার সংশোধিত বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত বাজেটে আয়ের খাতগুলোয় রয়েছে, রাজস্ব থেকে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা, নিজস্ব অন্যান্য খাত থেকে ৭ কোটি ৮৬ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক উৎস থেকে ২ হাজার ১২৮ কোটি ৫৯ লাখ টাকা।

২০১৭-১৮ অর্থবছরে উন্নয়নমূলক কাজে ডিএসসিসি মোট ২ হাজার ৫৬৮ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হবে। এ টাকা নিজস্ব খাত থেকে ১ হাজার ৬৪ কোটি ৭৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে উন্নয়ন ব্যয় শতকরা ৭৭ ভাগ রাখা হয়েছে।

ব্যয় বিবরণী অনুযায়ী, বেতন ভাতায় ২৫০ কোটি, বিদ্যুৎ জ্বালানি পানি ও গ্যাসে ১৪৩ কোটি ৫০ লাখ, মেরামত ও রক্ষণাবেক্ষণে ২৬ কোটি ২৫ লাখ, মশক নিধনে ২৫ কোটি ৬০ লাখ, সরবরাহ ৩২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করবে ডিএসসিসি। 

ব্যয়ের বড় অংশ সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যায় হবে। এই খাতে ১ হাজার ১৩০ কোটি টাকা ব্যয় হবে।

এছাড়া ভৌত কাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ৩৭৪ কোটি ৮০ লাখ, বিনোদনমূলক উন্নয়নে ১৭৫ কোটি ৫০ লাখ, পরিবেশে ১৯২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হবে।

 বাজেট বক্তৃতায় সাঈদ খোকন বলেন, ‘গত অর্থবছর হোল্ডিং ট্যাক্স থেকে ৫০০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এবার আমরা অঞ্চল-১ ও অঞ্চল-২ এলাকায় পুনঃমূল্যায়ন কাজ শুরু করি। কিন্তু এ নিয়ে হাইকোর্টে একটি রিট করলে আদালত তাতে নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে বাজেটের আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারিনি।’

বাজেট অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার প্রমুখ।

/এসএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা