X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লেজিসলেটিভ বিভাগকে ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৯:০৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৯:১০

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আইন প্রণয়নে গতিশীলতা আনার উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এ সুপারিশ করে। সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়। এতে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, সফুরা বেগম ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম, বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করা এবং অ্যার্টনি জেনারেল অফিসসহ নিম্ন আদালতের জিপি ও পিপির অফিসকে সার্ভিসে রূপান্তর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

কমিটি নিম্ন আদালতের বিরুদ্ধে কোনও অভিযোগ আসলে তা খতিয়ে দেখতে উচ্চ আদালতকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে বলেছে। এ বিষয়ে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা রয়েছে, সেই আস্থা আরও সুদৃঢ় করতে আইন মন্ত্রণালয়কে আমরা সহায়তা করতে বলেছি।’ তিনি বলেন, ‘আমাদের বিচার বিভাগ এখন পৃথক। বিশাল এই বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় এখনও নেই। সে জন্য এই সুপারিশ করা হয়েছে।’

সভায় ৩০ লাখ বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচারক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। সভায় জনসাধারণকে লিগ্যাল এইড-এর সহায়তা দেওয়ার জন্য জেলায় তিন মাসে একটি করে কর্মশালা আয়োজন করার সুপারিশ করা হয়। এছাড়া আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে জনসাধারণকে জানানোর জন্য আদালত চত্বরের লিগ্যাল এইডের সেবা সংবলিত বিলবোর্ড প্রদর্শনের সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে