X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোগীদের দুর্ভোগ কমাতে বিএসএমএমইউতে চালু হচ্ছে ই-টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৯:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:০৩

বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগিরই ইলেকট্রনিক টিকিট বা ই-টিকিট ব্যবস্থা চালু হচ্ছে। এতে রোগীদের সময় সাশ্রয় ও লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। রোগীরা প্রয়োজনমতো অনলাইনে আগাম টিকিট কিনে চিকিৎসাসেবা নিতে পারবেন। আগামী আগস্ট মাসের মধ্যে এ সেবা শুরু হবে বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএসএমএমইউয়ে ই-টিকিট চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেল-এর উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে আইটি সেল-এর পরিচালক এ আর আজিমুল হক রায়হান ই-টিকিট কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।  

তিনি বলেন, ‘শুরুতে বিএসএমএমইউর বৈকালিক স্পেশালাইজড আউটডোরে ই-টিকিট ব্যবস্থা চালু করা হবে। প্রতিদিন বিশেষায়িত এই আউটডোরে গড়ে ছয় শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। ই-টিকিট চালু হলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। পরবর্তী সময়ে সকালের বহির্বিভিাগেও ই-টিকিট চালু করা হবে।’

তিনি জানান, ই-টিকিট চালু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ই-টিকিট বাটনে ক্লিক করে সহজেই রেজিস্ট্রেশন করে এবং মোবাইল ব্যাংকিংয়ের (যেমন বিকাশ, রকেট) মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে মোবাইল ফোনে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে রোগীরা এ সেবাটি নিতে পারবেন।

কর্মশালায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেএ/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!