X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে উকিল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২১:২৭আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২১:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের প্রধানকে উকিল নোটিশ পাঠিয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদী। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। ড. রুশদের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।  

নোটিশে বলা হয়, ‘আমার মক্কেল ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগে যোগদান করেন। ৯/৯/২০১২ তারিখে আমার মক্কেলকে এক নোটিশের মাধ্যমে জানানো হয় ৯/৯/২০১২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৪/৮/২০১২ তারিখ থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছুটির সময়ে তাকে যে কোনও প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়।’  

এতে আরও বলা হয়,‘এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে আমার মক্কেল একটি চিঠি পান।এতে ৯/৩/২০১৩ তারিখে উপ-উপাচার্য (শিক্ষা)এর কার্যালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের বিষয়ে গঠিত কমিটির কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এর পরিপেক্ষিতে তিনি উপ-উপাচার্য (শিক্ষা)এর কার্যালয়ে গিয়ে জবাব দিয়ে আসেন। এরপর ২৯/১২/২০১৫ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে এবং তাকে কাজে ফিরতে অনুমতি দেয়। তবে তার যোগদানের জন্য একটি শর্ত যোগ করে দেন। শর্তটি হচ্ছে, ২০/১২/২০১৫ তারিখ থেকে পরবর্তী ৩ বছর তার পদোন্নতি স্থগিত থাকবে।’

নোটিশে আরও বলা হয়,‘বিভাগের বিভিন্ন অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ার কারণে বিভাগের অন্যান্য শিক্ষকরা আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ করেন। আমার মক্কেলের বিরুদ্ধে তার ছাত্রদের কোনও অভিযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিন্ডিকেটের কাউকে ৩ বছর বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অধিকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কর্তৃক কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো যায়। এর মেয়াদ ৩ মাসের বেশি হতে পারবে না। তাছাড়া, আইনে এক অপরাধের জন্য দু’বার শাস্তি পাওয়ার বিধান নেই। আমার মক্কেলকে একবার ৩ বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে শাস্তি দেওয়া হয়। সেই একই অভিযোগের শাস্তি হিসেবে আবার তার পদন্নোতি ৩ বছরের জন্য স্থগিত করা হয়। আমার মক্কেল তার কিছু সহকর্মী দ্বারা ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে এই ধরনের অবৈধ অভিযোগের ফলে সমাজে তার সম্মানহানী ঘটেছে।’ 

এমটি/এএম 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি