X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পর্যায়ক্রমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৯:০৮আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:১৫

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

দেশের জেলা পর্যায়ে চিকিৎসক সংকট কাটাতে ধারাবাহিকভাবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (২৬ জুলাই) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ ও অষ্টম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় চিকিৎসক সংকট রয়েছে বলে জানিয়েছেন ডিসিরা। পাশাপাশি তারা আমাকে অ্যাম্বুলেন্স সংকটের কথাও জানিয়েছেন। এ সংকট কাটাতে পর্যায়ক্রমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। আর অ্যাম্বুলেন্স সংকট দূর করতে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রায়ই নানান জেলার হাসপাতালে কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এসব ঘটনায় সঙ্গে সঙ্গে আইনের দ্বারস্থ না হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ডিসিদের নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জেলায় ডিসিরা হলেন অভিভাবক। তাদের মাধ্যমেই জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নমূলক কাজগুলো হয়ে থাকে। নির্বাচনের বাকি আছে দেড় বছর। এর আগে স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের অবদানের কথা জনগণকে জানানোর জন্যও ডিসিদের বলেছি।’

চিকুনগুনিয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে কোথাও চিকুনগুনিয়া নেই। চিকুনগুনিয়া আছে কেবল ঢাকায়। জেলাগুলোতে কেউ যাতে চিকুনগুনিয়ায় আক্রান্ত না হয়, সে জন্য সব এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দিয়েছি।’

দ্বিতীয় দিনের সম্মেলন শেষে ডিসিরা বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করছেন। এ বৈঠকে রাষ্ট্রপতি ডিসিদের দিক-নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

/এসআই/এমএ/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা