X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমে আসবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১১:৫২আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৪:১২

ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমে আসবে: অর্থমন্ত্রী অদূর ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আগামী ৮-১০ বছরের মধ্যে দেশ থেকে দুর্নীতি চলে যাবে।’
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ কেন্দ্রে হটলাইন ‘১০৬’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন সরকারি চাকরিজীবীদের খাবার নিয়ে চিন্তা করতে হতো। এখন সে অবস্থা নেই। এখন চাকরিজীবীরা স্বচ্ছলভাবে চলতে পারেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। আমরা যদি সবাই অনিয়মের মধ্যে না থাকতাম তাহলে দুর্নীতি চলতে পারতো না। দুর্নীতি করেন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে। যারা সেবা দান করেন, কোনও কিছু নিয়ন্ত্রণ করেন। যাদের এ ক্ষমতা আছে, তারা ক্ষমতা প্রয়োগের সময় দুর্নীতির পথ অবলম্বন করেন।’

দুর্নীতি দমন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত করবেন ঠিক, কিন্তু জিহাদি হবেন না। জিহাদি হলে তদন্তের কোয়ালিটি ও কর্তৃপক্ষের এটেনশন নষ্ট হয়ে যায়। শুধুমাত্র সরকারি কর্মচারী-কর্মকর্তার যে দায়িত্ব বা সরকারের যে দায়িত্ব, তা যে গর্বের বিষয়, তা সঠিকভাবে পালন করলেই হয়। সে চিন্তা ধারা ঠিক থাকলে কোয়ালিটি অব সার্ভিস অনেক ওপরে যেতে পারে।’

দুদকের হটলাইন সার্ভিস চালুর প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে সাধারণ জনগণ সহজেই নালিশ করতে পারবেন। প্রযুক্তি দেশের দুর্নীতি দমনে অনেক সুযোগ করে দিয়েছে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুদক চেয়ারম্যান ইকবাল মাহামুদ চৌধুরী ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুদকের হটলাইন ‘১০৬’ সার্ভিসের মাধ্যমে যে সব সুবিধা পাওয়া যাবে তা হলো- জনগণের সঙ্গে দুদকের প্রত্যক্ষ সংযোগ চালু, দ্রুত দুর্নীতির তথ্য ও প্রমাণ পাওয়া, দুর্নীতি ঘটনার সম্ভাবনা রয়েছে এমন অভিযোগ পেলে তা প্রতিকার করা, দুর্নীতি বিরুদ্ধে জনমত সৃষ্টি ও জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করা।
অনুষ্ঠানে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুদকের হটলাইন ‘১০৬’ নম্বরে ফ্রি কল করা যাবে। হটলাইনে অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনও অবস্থাতেই প্রকাশ করা হবে না। কমিশনের প্রধান কার্যালয়ের তিন তলায় হটলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। হটলাইন ‘১০৬’ পরিচালনার জন্য ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে কমিশন।
/আরজে/এআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন