X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ঢাকা পানি সম্মেলন’ শুরু ২৯ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৩:৩৪আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:৩৪

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ফটো) আগামী ২৯ জুলাই হোটেল সোনারগাঁওয়ে ‘ঢাকা পানি সম্মেলন-২০১৭’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুইদিনব্যাপী এ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই উন্নয়নে পানি’।

বৃহস্পতিবার সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পানি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এবারের সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ২৩টি দেশ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তিনজন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী এবং অন্য দেশগুলো থেকে সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ইতেমধ্যেই ৮২ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করতে তালিকাভুক্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এবারের সম্মেলনে নিরাপদ পানি, স্যানিটেশন, পানির গুণগত মান, ব্যবহার এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর ৪টি কারিগরি পর্যালোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে ৮টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর বিশেষজ্ঞ পরামর্শ ও মতামত গ্রহণ করা হবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ করে ঢাকা পানি ঘোষণাপত্র গৃহীত হবে।’

সংবাদ সম্মেলনে পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সিনিয়র সচিব জাফর আহমেদ খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও প্রযুক্তির বিনিময়ের মাধ্যমে পানি ব্যবস্থাপনা ও সেবার মান বাড়াতে জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব ব্যাংকের প্রেসিডেন্টের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের পানি বিষয়ক প্যানেল (এইচএলপিডব্লিউ) গঠন করা হয়েছে। এ প্যানেলে বিশ্বের ১১ জন রাষ্ট্র প্রধান রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্যানেলে একজন গুরুত্বপূর্ণ সদস্য।

উল্লেখ্য, একই সঙ্গে শেরপা ও ডেল্টা সম্মেলন অনুষ্ঠিত হবে। উভয় সম্মেলনে ৯টি করে দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

/এসআই/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!