X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘মনে রাখতে হবে আমি মন্ত্রী-এমপি-একজন প্রকৌশলীও’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৩:৫৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:৫৭

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ফটো) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যারা না বুঝে আমার সমালোচনা করছেন তাদের মনে রাখতে হবে আমি মন্ত্রী, এমপি এবং পাশাপাশি একজন প্রকৌশলীও। আমি বুঝে-শুনেই এ প্রতিশ্রুতি দিয়েছি।’

বৃহস্পতিবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত বুধবার বৃষ্টিতে ঢাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না।’ অনেকে তার এ বক্তব্যের সমালোচনা করেন। এ সমালোচনার প্রেক্ষিতে তিনি আজ এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গতকাল আমি বলেছি আগামী বছর এ সমস্যা হবে না। বৃষ্টি হলে তিন ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হবে। অনেকে আমার বক্তব্যকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন।’

জলাবদ্ধতা নিরসনে সরকারের দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনা আছে কিনা-প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দৈনিক ৪০/৫০ মিলিমিটার বৃষ্টি হলে তা নিষ্কাশনের ব্যবস্থা আমাদের আছে। কিন্তু এর আতিরিক্ত বৃষ্টি হলে হলে ড্রেনেজ সিস্টেমের ওপর চাপ বাড়ে। যদি নদীতে পানি থাকতো তবে এ পানি দ্রুত নিষ্কাশন হতো না। আমরা পাম্পিংয়ের মাধ্যমে অতিরিক্ত পানি নিষ্কাশন করেছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দুটি প্রকল্প গ্রহণ করেছি। যা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। যা দ্রুত অনুমোদন হবে এবং কাজ শুরু হবে।’

আগে কেন এ প্রকল্প গ্রহণ করেননি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভবিষ্যতের ওপর কারও হাত নেই। গতকাল যে বৃষ্টি হয়েছে তা ছিল অস্বাভাবিক। এ ধরনের বৃষ্টি আনুমানিক ৮/১০ বছর পরপর হয়। তখন পানির চাপ বাড়ে। অন্য সময় এমন চাপ থাকে না। আমরা হয়তো আগে এর গুরুত্ব বুঝিনি, এ জন্য আগেই প্রকল্প নেইনি। আমরা আগে এ ধরনের সমস্যার সম্মুখীন হইনি। এখন সমস্যার সম্মুখীন হচ্ছি বলে নতুন প্রকল্প গ্রহণ করেছি।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!