X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউন বৈঠকি: কেন কমছে প্রবাস থেকে আয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:৫২
image

বাংলা ট্রিবিউন বৈঠকি

বাংলাদেশে রেমিটেন্স বা প্রবাসী আয়ের পরিমাণ কমে গেছে আশঙ্কাজনক হারে। একইসঙ্গে কমেছে রফতানি আয়। বিশেষ করে রফতানি খাতের সবচেয়ে বড় বিভাগ গার্মেন্টস সেকশন থেকে রফতানি আয় কমেছে মারাত্মক। বিগত অনেক বছর ধরে ধারাবাহিকভাবে প্রবাসী আয়ের সূচকে ঊর্ধ্বগতি থাকলেও গত বছর তা হ্রাস পায়। আর এই অর্থবছরে রেমিটেন্স প্রবাহে বিরাট ধ্বস নামার আশঙ্কা তৈরি হয়েছে। শুধুমাত্র গত ফেব্রুয়ারি মাসেই যা ৯৩৫ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে তা বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। একই সঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক খাতের পণ্য রফতানিতে আয় হয়েছে ৬৬৬ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫২ হাজার ৩১৮ কোটি টাকা। যা এ সময়ের রফতানি লক্ষ্যমাত্রার তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নিটওয়্যার পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৩৪০ কোটি ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৭৩ শতাংশ কম। এসব সংকট নিয়ে আলোচনা করতেই বাংলা ট্রিবিউন আয়োজন করেছে তাদের নিয়মিত বৈঠকি ‘কেন কমছে প্রবাস থেকে আয়?’ সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সালাম মুর্শেদী, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বীরুপাক্ষ পাল, ব্র্যাক-এর মাইগ্রেশন বিষয়ক প্রোগ্রাম হেড শরীফুল হাসান, সৌদি প্রবাসী মোহাম্মদ বাহাউদ্দিন, সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামদুর রহমান, বাংলা ট্রিবিউনের জেষ্ঠ প্রতিবেদক গোলাম মওলা এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকিটি বেলা ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন নিউজ। বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজেও লাইভ দেখা যাবে। এবং বৈঠকি সংক্রান্ত সব সংবাদ পেতে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।

/এফএএন/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা