X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হেপাটাইটিস বি ও সি আক্রান্তদের ৯০ শতাংশই চিকিৎসার বাইরে!

জাকিয়া আহমেদ
২৮ জুলাই ২০১৭, ০৬:৪৯আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০৬:৫০

লিভার ক্যান্সারের জন্য দায়ী হেপাটাইটিস ভাইরাস দেশে বর্তমানে প্রতিবছর ২০ হাজার মানুষ হেপাটাইটিস রোগে মারা যাচ্ছেন। বিশ্বে এ সংখ্যা এক কোটি ৪০ লাখ। এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ২ কোটি। বাংলাদেশে হেপাটাইটিস এ, বি, সি ও ই-ভাইরাসজনিত লিভার রোগের প্রকোপ খুবই বেশি। হেপাটাইটিস বি ও সি ভাইরাস অধিকাংশ ক্ষেত্রেই লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের জন্য দায়ী। বিশেষজ্ঞ চিকিৎসকরা  বলছেন, নীরব ঘাতক হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত ৯০ শতাংশ রোগীই চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন।

এ অবস্থায় আজ  শুক্রবার (২৮ জুলাই) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। রোগটি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০১০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে বিশ্বব্যাপী প্রতিবছর এ দিনটি হেপাটাইটিস দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের শতকরা ৬ জন হেপাটাইসিস বি এবং শতকরা শূন্য দশমিক ৯ ভাগ বা প্রায় ১ শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত। অন্যদিকে, ২০১৫ সালের শেষ দিকে হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যে মাত্র শতকরা ৯ শতাংশ এবং হেপাটাইটিস সি আক্রান্তদের মধ্যে মাত্র ২০ শতাংশ মানুষের রোগ নির্ণয় করা হয়েছে। এরমধ্যে মাত্র ৮ শতাংশ হেপাটাইটিস বি ও ৭ শতাংশ হেপাটাইটিস সি রোগী চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ, হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশই চিকিৎসার বাইরে রয়ে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টার্গেট হচ্ছে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি আক্রান্তদের ৯০ শতাংশ এবং হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত ৮০ শতাংশ রোগীর সঠিক রোগ নির্ণয় করা ও চিকিৎসার আওতায় আনা।

সাধারণত, ব্যবহৃত সিরিঞ্জ বা সুঁই, দূষিত রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি এবং খাবার,বিভিন্ন পানীয়র মাধ্যমে হেপাটাইটিস এ ও ই ভাইরাস ছড়ায়। দেশে ২১ শতাংশ হেপাটাইটিস রোগ ছড়ায় নিরাপদ রক্ত পরিসঞ্চালনের অভাবে। স্বাস্থ্য সচেতনতা, বিশুদ্ধ খাবার পানীয় গ্রহণ, নিরাপদ ডিসপোজেবল সিরিঞ্জ ও নিরাপদ রক্ত ব্যবহার এবং হেপাটাইটিস এ ও বি ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের গ্যাস্টোঅ্যান্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্টোঅ্যান্টারোলজি সোসাইটির সায়েন্টিফিক সেক্রেটারি ডা. চঞ্চল কুমার ঘোষ বলেন, ‘আমাদের দেশে ভাইরাসজনিত কারণে সাধারণ হেপাটাইটিস হয়। হেপাটাইটিস এ ও ই সাধারণ খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি ও সি সাধারণত রক্তের মাধ্যমে সংক্রমিত হয়।’

বাংলাদেশ গ্যাস্টোঅ্যান্টারোলজি সোসাইটির সেক্রেটারি জেনারেল ও ঢাকা মেডিক্যাল কলেজ গ্যাস্টোঅ্যান্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত এক কোটি মানুষের মধ্যে হেপাটাইটিস এ ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশুরা। অপরদিকে ই ভাইরাসে আক্রন্তদের মধ্যে বয়স্কদের ঝুঁকি বেশি।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে ৫ থেকে ৬ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত। এদের মধ্যে প্রায় ৮০ লাখ থেকে এক কোটি মানুষ ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত। দেশের সরকারি হাসপাতালগুলোতে মেডিসিন বিভাগে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮ থেকে ১০ শতাংশই হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত। তাদের বেশির ভাগই জীবনের কোনও এক পর্যায়ে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

দেশে রোগের মধ্যে তৃতীয় প্রধান কারণ লিভার ডিজিজ। হেপাটাইটিস বি আজ  আর কোনও দুরারোগ্য রোগ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসায় প্রত্যাশিত ফল নির্ভর করে সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগের ওপর।’

/জেএ/এএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা