X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাতিল বলেও অভিজাত হোটেলে সম্মেলন করলো ইউনূস সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৭, ১৫:১৯আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:৪২

বাতিল বলেও অভিজাত হোটেলে সম্মেলন করলো ইউনূস সেন্টার (ছবি: ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে নেওয়া) বাতিল বলার পরও স্থান পরিবর্তন করে ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’  শীর্ষক সম্মেলন সম্পন্ন করলো ইউনূস সেন্টার। যদিও স্থান পরিবর্তনের ঘোষণাটি আগে থেকে দেয়নি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের সংস্থাটি। দুদিনের সম্মেলনটি তারা সম্পন্ন করে একদিনে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর অভিজাত ‘লা মেরিডিয়ান’ হোটেলে সম্মেলনের আয়োজন করা হয়। সেখান থেকে ফেসবুক লাইভও করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাস। ইউনূস সেন্টার সম্মেলন বাতিলের ঘোষণা দেওয়ার পরও কিভাবে এর আয়োজন করলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে ইউনূস সেন্টারের মুখপাত্র সাব্বির আহমেদ ওসমানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্মেলন বাতিলের সময় বলা ছিল- সুযোগ পেলে কিছু সেশন অনলাইনে সরাসরি সম্প্রচার করবো। শুক্রবার (২৮ জুলাই) সেটাই করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিদেশিদের জন্য আগে থেকেই লা মেরিডিয়ান হোটেল থেকে অনলাইনে সরাসরি সম্প্রচার করার প্রস্তুতি নেওয়া ছিল। পুলিশ সাভারে সম্মেলনের অনুমতি না দেওয়ায় তাৎক্ষণিকভাবে ওই হোটেলে সীমিত পরিসরে সম্মেলনটি করার চেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে সেখানকার একটি কনফারেন্স হলও পাওয়া যায়। তাই সংক্ষিপ্ত আকারে হলেও সম্মেলনটি করা সম্ভব হয়েছে। এখানে কেবল বিদেশিরাই ছিলেন। সম্মেলনের জন্য কোনও স্টেজও করা সম্ভব হয়নি।’

লা মেরিডিয়ান হোটেলে ইউনূস সেন্টারের সম্মেলন (ছবি: ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে নেওয়া)

সম্মেলনে বিষয়ে তিনি আরও বলেন, ‘ফেসবুক লাইভের জন্য পুলিশের কোনও অনুমতি নিতে হয়নি। তবে সম্মেলন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।’

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোটেল লা মেরিডিয়াতে  ড. ইউনূস তাদের প্রোগ্রাম করেছেন। তবে তিনি  বা তার পক্ষের কেউ অনুমতি নেয়নি। নিরাপত্তার কারণে সাভারে সম্মেলন করতে তাদের অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে তারা এখানে শিফট করে প্রোগ্রাম করেছে। তবে এ বিষয়ে আমাদের কোনও অনুমতি নেয়নি।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) ইউনূস সেন্টারের পাঠানো বিবৃতির কোথাও ফেসবুক লাইভের কথা বলা ছিল না। এতে বলা ছিল,  ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ২৮ ও ২৯ জুলাই আনুষ্ঠেয় সপ্তম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি। এই সম্মেলন শুক্রবার সকাল ৯টায় জিরাবোতে অবস্থিত সামাজিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়ার কথা ছিল।’

ইউনূস সেন্টারের আয়োজিত সম্মেলন (ছবি: ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে নেওয়া)

আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের প্রায় ৫০টি দেশের চার শতাধিক প্রতিনিধি অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করায় ২৪৩ জন বিদেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

স্বল্প সময়ে সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয় বলে জিরাবোতে সম্মেলনে করার অনুমতি দেয়নি পুলিশ।

সাব্বির আহমেদ ওসমানী বলেন, ‘বিদেশিদের মধ্যে চীন ও ভারত থেকে সর্বাধিক প্রতিনিধি এসেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সুইডেন, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, জিম্বাবুয়ে, ফিলিস্তিন, মেক্সিকো, নেপাল ও ভুটান থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।’

/জিএম/এআরআর/এসটি/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা