X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার তৎপরতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৭:১৮আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৯:৩৯

 

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি: সংগৃহীত) বঙ্গবন্ধুর পলাতক খুনিরা কে কোথায় আছে, তাদের অবস্থান চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।’ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব,  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  একে এম শহীদুল হক,  র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকারের একটি টাস্কফোর্স কমিটি আছে। যে কমিটির প্রধান আইনমন্ত্রী আনিসুল হক, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই কমিটির সদস্য। পররাষ্ট্রমন্ত্রী, আইজিপি এই কমিটির সদস্য। সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের সচিবরাও পদাধিকার বলে এই কমিটির সদস্য।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমরা এই কমিটির মিটিং করেছি। সেই মিটিংয়ে পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে কিভাবে কূটনৈতিক তৎপরতা চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

১৫ আগস্টের অনুষ্ঠান পালন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ধানমন্ডির ৩২ নম্বর, বনানী কবরস্থানসহ যেখানে পনের আগস্টের অনুষ্ঠান হবে, সেখানে বিশেষ নিরাপত্তা বেষ্টনী থাকবে। এসব স্থানে সিসি ক্যামেরা থাকবে। অনুষ্ঠানে আগতরা অন্য কোনও উদ্দেশ্যে সেখানে এসেছেন কিনা বা নাশকতার উদ্দেশ্যে এসেছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘অনুষ্ঠানগুলোতে অতিথিরা যে গাড়িগুলো নিয়ে আসবেন, সে গাড়িগুলোর ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। একইভাবে টুঙ্গিপাড়া যে গাড়িগুলো যাবে, তার জন্যও বিশেষ ট্রাফিক নির্দেশনা থাকবে।’

ঢাকা নির্দেশনা দেবেন ডিএমপি কমিশনার, টুঙ্গিপাড়ায় নির্দেশনা দেবেন ঢাকা বিভাগের ডিআইজি। সবাইকে এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা