X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজিএমসির জমিতে মার্কেট-ফ্ল্যাট-রিসোর্ট নির্মাণ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২৩:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২৩:৫৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চট্টগ্রামের ‘নো- ভিউ গেস্ট হাউজ’র জমিতে মার্কেট, আবাসিক ফ্ল্যাট ও আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন রিসোর্ট নির্মাণের প্রস্তাবে নীতিগত অনুমোদন করেনি সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রস্তাবটি অনুমোদনের আগে প্রধানমন্ত্রীর অনুশাসন চেয়েছে মন্ত্রিসভা কমিটি। এর ফলে এ সংক্রান্ত প্রস্তাবটি ফেরত পাঠোনো হয়েছে।

বুধবার বিকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা ফেরত পাঠনো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্ধকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজিএমসি) নিয়ন্ত্রণাধীন চট্টগ্রামের ‘নো- ভিউ গেস্ট হাউজ’র জমিতে মার্কেট, আবাসিক ফ্ল্যাট ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রিসোর্ট নির্মাণের জন্য পরিকল্পনা করেছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পিপিপি’র ভিত্তিতে নির্মাণের জন্য বিজিএমসির তালিকা বহির্ভুত ঠিকাদারদের দ্বারা এসব অবকাঠামো নির্মাণের জন্য এ সংকান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ইনোভেশন অ্যান্ড ইওনাভেটরসেল (আইআইসি) ডেভেলপমেন্ট আন্ডার পাবলিক প্রাইভেট পার্টনারশীপ’  শীর্ষক প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কমিটি বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় অন্তবর্তীকালীণ ৬ মাসের জন্য মেইনটেন্যান্স সার্ভিসসহ বিআরটিএর ডাটাবেইজের মাধ্যমে রিয়েল টাইম অনলাইন ওয়েব বেইজড মডার্ন টোল কালেকশন সিস্টেম ক্রয়ের প্রস্তাবটি অনুমোদন করেছে।

/এসআই/এনআই/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না