X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: আলামত সংগ্রহ করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চৌধুরী আকবর হোসেন
১২ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২১:২৬

 

শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দু’টি তদন্ত কমিটি। শনিবার সিভিল এভিয়েশন অথরিটি ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (প্রশাসন) দেবাশীষ বর্ধন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (প্রশাসন) দেবাশীষ বর্ধনকে প্রধান করে এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে সিভিল এভিয়েশনের পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন অথরিটি। এ কমিটিতে আরও রয়েছেন, সিভিল এভিয়েশনের সহকারী পরিচালক আবু সালেহ মো. খালেদ, নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ, ডিজিএফআইয়ের প্রতিনিধি হাবিবুর রহমান ও এনএসআইয়ের প্রতিনিধি ননী গোপাল। তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

বিমানবন্দর সূত্র জানায়, দুই তদন্ত কমিটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরির্শন করেছেন দু’টি তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তারা। একইসঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এ কমিটি।

বিমানবন্দরে আগুনে পুড়ে যাওয়ার এয়ার ইন্ডিয়া অফিস

এদিকে সিভিল এভিয়েশন অথরিটি শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানবন্দরের ফায়ার কন্ট্রোল মনিটরের সূত্র হিসেবে এয়ার ইন্ডিয়া অফিস চিহ্নিত হয়। আগুনে এয়ার ইন্ডিয়া ও পাশের কাতার এয়ারওয়েজের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দু’টি এয়ারলাইন্সের কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে বিমানবন্দরে সাময়িক ব্যবস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে সিভিল এভিয়েশনের পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা  ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনেকগুলো বিষয় সামনে রেখে কাজ করছি। এখনই আগুন লাগার কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।’

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (প্রশাসন) দেবাশীষ বর্ধন জানান, আমরা কাজ শুরু করেছি। দুপুরের দিকে বিমানবন্দরের বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়েছে। অনেকের সঙ্গে কথাও হয়েছে। সেখান থেকে বিদ্যুতের পোড়া তার, সুইচ বোর্ড,  সিপিওসহ  কিছু আলামত নেওয়া হয়েছে। তদন্ত শেষে  আগুনের প্রকৃত কারণ জানা যাবে। ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারব।’

 প্রসঙ্গত, ১১ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে। এ ঘটনায় প্রায় ৩ ঘণ্টা বিমানবন্দরের বহির্গামী সব ফ্লাইটের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলেও আন্তর্জাতিক রুটের অন্তত ছয়টি ফ্লাইট বিলম্বিত হয়। শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি