X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে এবারও উত্তাপ ছড়াবে সংসদ

এমরান হোসাইন শেখ
১৩ আগস্ট ২০১৭, ২০:৩১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:০৭

 

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) সুপ্রিম কোর্টের দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে এবারও উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ। আসন্ন সংসদ (১৭তম) অধিবেশনে বিষয়টি নিয়ে আওয়ামী লীগসহ ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা আলোচনা করবেন। ওই আলোচনায় সংসদকে ইম-ম্যাচিউরড আখ্যায়িত করে আপিল বিভাগের দেওয়া রায়ের পর্যবেক্ষণের জবাব দেবে সরকার। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা হলেও এবার দিনক্ষণ নির্ধারণ করে নির্দিষ্ট বিধির আলোকে আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে সংসদ একটি সিদ্ধান্তও আসতে পারে। ১০ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাসী দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনাকালে এমন তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগের বারের মতো এবারও ষোড়শ  সংশোধনী বাতিলের রায় নিয়ে জাতীয় সংসদে আলোচনার প্রস্তুতি ছিল। এ কারণে রায় ঘোষণার পর এক সপ্তাহ পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বিষয়টি নিয়ে মুখ খোলেননি। কিন্তু রায়কে কেন্দ্র করে ওই এক সপ্তাহের মধ্যেই সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপি রাজনীতির মাঠ গরম করে ফেলে। বিশেষ করে রায়ের পর্যবেক্ষণকে ইস্যু করে তারা সরকারি দলকে খানিকটা চাপে ফেলে দেয়। ফলে বিএনপির এসব ‘অপপ্রচারের’ জবাব দিতে সরকার বাধ্য হয়ে মুখ খুলতে শুরু করেছে। তবে এখন কথা বললেও সংসদে বিষয়টিকে ইস্যু করে উত্তাপ ছড়াবে ক্ষমতাসীন দল। 

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হওয়ার পর ২০১৬ সালের ৫ মে সেটিকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে হাইর্কোর্টের রায় বহাল রেখে  চলতি বছরের ৩ জুলাই আপিল বিভাগের রায়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়। এরপর ৯ জুলাই সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠকে পয়েন্ট অব অর্ডারে ওই রায়ের বিরুদ্ধে কথা বলেন সরকারের ৪ জন মন্ত্রীসহ সরকারি দল ও বিরোধী দলের ১০ জন সদস্য। আলোচনার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একটি দিনক্ষণ ঠিক করে রায় নিয়ে সংসদের আলোচনার সুযোগ দেওয়ার কথা জানান। স্পিকার বলেন, ‘এই সংসদে আপনারা পয়েন্ট অব অর্ডারে একটি ‍গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত আলোচনায় সাংবিধানিক বিষয় সম্পর্কিত হওয়ায় জাতীয় সংসদে এই বিষয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে পরবর্তী সময়ে নির্ধারিত দিনে জাতীয় সংসদে আলোচনার সুযোগ থাকবে। ’

জানা গেছে, ওই অধিবেশন বেশিদিন স্থায়ী না হওয়ায় এবং রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত না হওয়ায় তখন বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। এরই মধ্যে গত ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিল-বিষয়ক আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ে মূল রায়ের বাইরে ‘কোনও এক ব্যক্তি দ্বারা কোনও একটি দেশ বা জাতি তৈরি হয়নি’ সংসদ ইম-ম্যাচিউরড’ ইত্যাদি ‘আপত্তিকর পর্যবেক্ষণ’ দেওয়া হয়েছে। যেটা নিয়ে দলীয়ভাবে আওয়ামী লীগ ইতোমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু করেছে। জানা গেছে, রাজনীতির মাঠের বাইরেও আগামী সংসদ অধিবেশনে তারা এটা নিয়ে কথা তুলবেন। এক্ষেত্রে স্পিকার সংসদে আলোচনার যে কথা বলেছেন, এটিকে কাজে লাগিয়ে এবার সংসদে বিষয়টিকে নিয়ে আসা হবে। এজন্য এবার পয়েন্ট অব অর্ডারের পরিবর্তে কার্যপ্রণালী বিধির ১৪৬, ১৬৩ বা অন্য কোনও বিধিতে এটি আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ বিধির আলোকে আলোচনায় যেমনি সংসদ সদস্যদের সময় নিয়ে কথা বলার সুযোগ থাকে, তেমনি আলোচনার পর হাউজ থেকে সিদ্ধান্তও আসার পথ তৈরি হয়।

অবশ্য রায় প্রকাশের পরপরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গত ৪ আগস্ট সিলেটের এক অনুষ্ঠানে তিনি সংসদে নতুন করে ওই সংশোধনীটি পাসের ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবেন, সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাস হবে।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আবদুল মতিন খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদের সিদ্ধান্তের ওপর আদালত রায় দিয়েছেন এবং রায়ের পর্যবেক্ষণে সংসদকে খাটো করা হয়েছে। কাজেই এটি নিয়ে নিশ্চয়ই সংসদে আলোচনা করা হবে।’

দলটির মুখপাত্র ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদও সংসদে আলোচনার কথা জানান। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন বসার অন্তত ৩ সপ্তাহ সময় বাকি আছে। কাজেই এত আগে এটি নিয়ে মন্তব্য করা যায় না। তবে, সংসদ নিয়ে যখন রায় এসেছে, তখন অবশ্যই এটি সংসদে গড়াবে। তবে, কোনও বিধির আলোকে হবে কিনা, তা আগেভাগে বলা সম্ভব নয়।’

জাসদের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘আপিল বিভাগের রায়ের পর আমরা এটি নিয়ে সংসদে কথা বলেছি। এখন পূর্ণাঙ্গ রায় এসেছে। এতে সংসদকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, তা আমাদের নজরে এসেছে। কোনও বিধিতে হোক বা পয়েন্ট অব অর্ডারে হোক, এটি নিয়ে অবশ্যই আমরা সংসদে কথা বলব।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘স্পিকার যেহেতু কথা দিয়েছেন, সেহেতু আমার মনে হয় এটা নিয়ে আলোচনা হবে। আর আলোচনা হলে আমি কথা বলব। তবে, আমার অভিমত হলো, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এর অবসান হওয়া উচিত। আমার সংসদে কথা বলার সুযোগ হলে সেভাবে কথা বলব। কিভাবে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে, সেই বিষয়ে আমি একটি অভিমত  দেব।’

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদে বিষয় নিয়ে আলোচনা হবে কিনা, তা নির্ভর করবে সংসদ সদস্যদের ওপর। তারা যদি বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, তাহলে  হবে। আর কোনও বিধিতে হবে কিনা, সেটাও তাদের ওপর নির্ভর করে।’ সংসদ সদস্যরা কোনও বিধিতে আলোচনা করতে চাইলে সেই অনুযায়ী তাকে নোটিশ দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া