X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বাঁধ সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৭:২১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৩৬

এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা সামাজিক বনায়নের মতো বাঁধ সুরক্ষাকেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। তিনি বলেন, ‘আমাদের সামগ্রিক পরিকল্পনা নিয়েও চিন্তা করার প্রয়োজন আছে। বিস্তৃত এলাকার বাঁধ সরকার পাহারা দিয়ে রাখতে পারবে না। এজন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। তখন মানুষ নিজের সুরক্ষার জন্যই বাঁধের যত্ন নেবেন।’
বাংলা ট্রিবিউন আয়োজিত ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে মানুষের সক্ষমতা বেড়েছে। ঘরে চাল আছে, টাকাও আছে। কিন্তু হঠাৎ করে বন্যার পানি চলে এলে তাদের বিপাকে পড়তে হতে পারে। পানির কারণে অনেকের রান্না করা বা বাজার করার সুযোগ কম। সেক্ষেত্রে হয়তো তাদের কিছুটা সাহায্য প্রয়োজন। তবে আগে যেমন বন্যা বা দুর্যোগ হলে সবাইকে গণহারে সহায়তা দিতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। এখন বাংলাদেশ একটি মর্যাদাজনক অবস্থান তৈরি হয়েছে।’
নাঈমুজ্জামান মুক্তা আরও বলেন, ‘আমাদের ভালো ব্যবস্থাপনার খুব সংকট। বন্যার পর কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, পানিবাহিত রোগ ছড়াবে। অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে লম্বা সময় লেখাপড়া বন্ধ। স্কুলে আশ্রয়কেন্দ্র করার কারণে বন্যা গেলেও স্কুল খুলতে সময় লাগবে। এসব বিষয়ে মনোযোগী হতে হবে। সহায়তার জন্য এসব ক্ষেত্রে নজর দিতে হবে।’

কৃষির ক্ষয়ক্ষতি প্রসঙ্গে এটুআইয়ের এই বিশেষজ্ঞ বলেন, ‘দুয়েকদিন পানিতে থাকলে ধানের ক্ষতি হয় না। এই বন্যাতেও এখনও ধানের কোনও ক্ষতি হয়নি। বরং ধানের ক্ষেত্রে কৃষকর লাভবান হবেন। টানা বৃষ্টির কারণে তাদের সেচ দিতে হচ্ছে না, সেচের টাকা সাশ্রয় হচ্ছে। পানির কারণে কীটনাশক ধুয়ে গেছে। ধানক্ষেত এখন হাসছে। বন্যায় উত্তরাঞ্চলে ফসলের ক্ষতি হওয়ার কোনও সম্ভবনা নেই। তবে সবজি বা মরিচের ক্ষেত কিছু নষ্ট হয়েছে।’
ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পানি কমলে মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক বৈঠকি ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকি চলছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের আব্দুর রব, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর ও সাংবাদিক শফিকুল ইসলাম।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি