X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সম্পৃক্ততা জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২২:৪১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২২:৫৭

বাংলা ট্রিবিউন বৈঠকি দেশের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ব্যবস্থা আরও বেশি পরিকল্পিত হওয়া প্রয়োজন। সামগ্রিক পরিকল্পনা নিয়েও নতুন করে চিন্তার প্রয়োজন রয়েছে। অন্যদিকে বিস্তৃত এলাকার বাঁধ সরকার পাহারা দিয়ে রাখতে পারবে না। সাধারণ মানুষকেও বাঁধের সুরক্ষায় সম্পৃক্ত করতে হবে। স্থানীয় মানুষ নিজেদের প্রয়োজনেই বাঁধের সুরক্ষা নিশ্চিত করবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলাতেও সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউন কার্যালয়ে অনুষ্ঠিত ‘এলো বন্যা: আমরা কি প্রস্তুত’ শীর্ষক বৈঠকিতে বক্তরা এসব কথা বলেন।
মুন্নী সাহা সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের আব্দুর রব, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর ও সাংবাদিক শফিকুল ইসলাম।
দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা বৈঠকিতে অপরিকল্পিত ব্যবস্থানাকে দুর্যোগের একটি কারণ হিসেব চিহ্নিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা। তিনি বলেন, ‘বাঁধ যদি ঠিক থাকত, তাহলে পানি সমস্যা হতো না। যেখানে পানি ঢুকেছে, বাঁধ ভেঙেই ঢুকেছে। বাঁধ ঠিক থাকলে আর পানির সমস্যা থাকত না।’
গওহর নঈম ওয়ারা বলেন, ‘চুরি করে ঠিকাদার, প্রকৌশলীরা। বাঁধ নির্মাণ ও সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় মানুষ নিজেদের প্রয়োজনে বাঁধের সুরক্ষা নিশ্চিত করবে। আমাদের মধ্যে টেকসই বাঁধের উদাহরণ কিন্তু আছে। ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ড স্থানীয় মানুষের সহযোগিতায় বাঁধ নির্মাণ করেছিল। সেই বাঁধ এখনও ঠিক আছে।’
গওহর নঈম আরও বলেন, ‘সামনে পিএসসি ও জেএসসি পরীক্ষা রয়েছে। আগামী বছরের শুরুতেই রয়েছে এসএসসি পরীক্ষা। কিন্তু বন্যায় অনেক শিক্ষার্থীর বই-খাতা নষ্ট হয়ে গেছে। এসব শিক্ষার্থীদের বই-খাতা কে দেবে? এজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা বলেন, ‘আমাদের সামগ্রিক পরিকল্পনা নিয়েও চিন্তা করার প্রয়োজন আছে। বিস্তৃত এলাকার বাঁধ সরকার পাহারা দিয়ে রাখতে পারবে না। এজন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।’
এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা নাঈমুজ্জামান মুক্তা বলেন, ‘সত্যিকার অর্থে মানুষের সক্ষমতা বেড়েছে। ঘরে চাল আছে, টাকাও আছে। কিন্তু হঠাৎ করে বন্যার পানি চলে এলে তাদের বিপাকে পড়তে হতে পারে। পানির কারণে অনেকের রান্না করা বা বাজার করার সুযোগ কম। সেক্ষেত্রে হয়তো তাদের কিছুটা সাহায্য প্রয়োজন। তবে আগে যেমন বন্যা বা দুর্যোগ হলে সবাইকে গণহারে সহায়তা দিতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। এখন বাংলাদেশ একটি মর্যাদাজনক অবস্থান তৈরি হয়েছে।’
নাঈমুজ্জামান মুক্তা আরও বলেন, ‘আমাদের ভালো ব্যবস্থাপনার খুব সংকট। বন্যার পর কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, পানিবাহিত রোগ ছড়াবে। অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে লম্বা সময় লেখাপড়া বন্ধ। স্কুলে আশ্রয়কেন্দ্র করার কারণে বন্যা গেলেও স্কুল খুলতে সময় লাগবে। এসব বিষয়ে মনোযোগী হতে হবে। সহায়তার জন্য এসব ক্ষেত্রে নজর দিতে হবে।’
কৃষির ক্ষয়ক্ষতি প্রসঙ্গে এটুআইয়ের এই বিশেষজ্ঞ বলেন, ‘দুয়েকদিন পানিতে থাকলে ধানের ক্ষতি হয় না। এই বন্যাতেও এখনও ধানের কোনও ক্ষতি হয়নি। বরং ধানের ক্ষেত্রে কৃষকর লাভবান হবেন। টানা বৃষ্টির কারণে তাদের সেচ দিতে হচ্ছে না, সেচের টাকা সাশ্রয় হচ্ছে। পানির কারণে কীটনাশক ধুয়ে গেছে। ধানক্ষেত এখন হাসছে। বন্যায় উত্তরাঞ্চলে ফসলের ক্ষতি হওয়ার কোনও সম্ভবনা নেই। তবে সবজি বা মরিচের ক্ষেত কিছু নষ্ট হয়েছে।’
বাংলাদেশের মানুষের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা প্রসঙ্গে এটুআইয়ের এই বিশেষজ্ঞ আরও বলেন, ‘আমরা প্রকৃতির সঙ্গে খাপ খাওয়া একটি জাতি। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আমরা অভ্যস্ত। তবে এ পর্যায়ে আমাদের আমাদের প্রচার-প্রচারণায় যেন দেশের ব্র্যাংন্ডিং নেতিবাচক না হয়, সেটা খেয়াল রাখতে হবে। মানুষকে আতঙ্কিত না করে প্রস্তুতির জন্য সর্তক করতে হবে।’
বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে ওঠে কিনা সে প্রসঙ্গে নাঈমুজ্জামান মুক্তা বলেন, ‘এ বিষয়গুলো আছে, তাতে সন্দেহ নেই। এই সংবেদনশীলতা জরুরি। আমরা যারা রাজনীতি করি, আমাদের শেখার আছে। কোথায় গিয়ে আমাদের থামতে হবে, সেটা আমাদের শেখা উচিত। আওয়ামী লীগ এ বিষয় নিয়ে কাজ করছে। শোক দিবসে কী হবে বা না হবে, সেটা দলের সাধারণ সম্পাদক সবসময় বলে আসছেন। এ কারণেই গত বছর শোক দিবসে আমরা পোস্টার-ব্যানারের যে ধরণ দেখেছি, এ বছর তেমন দেখিনি। অর্থাৎ কিছুটা হলেও দলের এমন নির্দেশনা কাজ করছে। ঠিক তেমনি ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, দলের পক্ষ থেকেও নির্দেশনা আছে। বলা হয়েছে, ত্রাণ নিয়ে মানুষর কাছে গেলে সেটা যেন মানুষের জন্যই হয়, ত্রাণ বিতরণ যেন উপদ্রুত মানুষের দুর্ভোগের কারণ হয়ে না দাঁড়ায়।’
বিআইডব্লিউটিএ`র সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ বিআইডব্লিউটিএ’র সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ বলেন, ‘পানির একটা শক্তি আছে। বিস্তৃত এলাকা দিয়ে পানি নামতে পারলে তার শক্তি কম হবে। কিন্তু পানিকে যদি সরু এলাকা দিয়ে প্রবাহিত হতে হয়, তবে তার শক্তি অনেক বেশি হবে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে।’
তোফায়েল আহমদ বলেন, ‘১৯৮৮ সালে পর থেকে ঢাকার জলধারণ করার জায়গা কমেছে। তবে ঢাকার চারপাশের নদীতে এখনও না বাড়লেও বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যায় যদি মূল রাস্তা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প যোগাযোগের ব্যবস্থা রাখতে হবে। হাওরের হঠাৎ বন্যা ঠেকানোর জন্য বাঁধ দিতে হবে।’
প্র্যাকটিক্যাল অ্যাকশনের আব্দুর রব বৈঠকিতে বলেন, ‘বন্যায় উদ্ধারকাজের জন্য সরকার সেনাবাহিনী নিয়োগ করেছে। জেলা-উপজেলা পর্যায়ে সরকারি যেসব অফিস আছে, তারাও মনিটরিংয়ে গিয়েছে। কমিউনিটি পর্যায়েও কাজ হচ্ছে।’
প্র্যাকটিক্যাল অ্যাকশনের আব্দুর রব আব্দুর রব বলেন, ‘দুর্যোগ নিবারণ কমিটি আছে। তারা কতটা শক্তিশালী, তারা কতটা স্বাধীন, সেটা বিবেচনায় নিতে হবে। তাদের কিছুটা বাড়তি রয়েছে। তাদের একটা গাইডেন্সের প্রয়োজন আছে। প্ল্যান ফর ডিজ্যাস্টার ম্যানেজমেন্টে ২০১৫-তে একটা ইনস্টিটিউশনাল অবস্থানের কথা বলা আছে; সেটা এখনও হয়নি। বাঁধ সুরক্ষায় একটা মনিটরিং ব্যবস্থা দরকার। বাঁধ করার পরে তার যথাযথ সুরক্ষা নিশ্চিত প্রয়োজন।’
আব্দুর রব আরও বলেন, ‘বন্যার কারণে বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাপের ছোবলে বা পানিতে ডুবে অনেকে মারা যাচ্ছে। বন্যাদুর্গত মানুষদের জন্য বিভিন্নভাবেই সহায়তা প্রয়োজন। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো যেতে পারে। দলগুলো যদি বন্যা ব্যবস্থাপনায় সহায়তার কাজ করে, তাতে সবারই মঙ্গল। এক্ষেত্রে সব দলের জন্যই সুযোগ রয়েছে ভালো দৃষ্টান্ত স্থাপনের। তারা সত্যিই যদি মানুষের সহায় হয়ে উঠতে পারেন, সেটা কিন্তু তাদের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে।’
বন্যাদুর্গতদের মধ্যে বিশেষ করে শারীরিকভাবে অক্ষম, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দ্রুত উদ্ধারের ওপর জোর দেন আব্দুর রব। তিনি বলেন, ‘সারাদেশে দুই হাজারের মতো সাইক্লোন শেল্টার আছে। কিন্তু বন্যার জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। পরিকল্পনা করে বন্যার জন্যও আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে।’
বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর বলেন, ‘গণমাধ্যম শুরুতেই বলেছিল বন্যা হতে যাচ্ছে। গণমাধ্যমে খবরের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ছুটি বাতিল হয়েছে। দুর্যোগের সব ধরনের খবরই প্রকাশ করে থাকে গণমাধ্যম।’
বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম বলেন, ‘এপ্রিলের শেষ দিকে ছয়টি হাওর এলাকার মধ্য দিয়ে দেশে বন্যা শুরু হয়। নেপাল-ভারতেও বন্যা হচ্ছে। সেই পানিও আমাদের দিকে আসছে। আমাদের দেখার বিষয়, যে তিনটি ধাপে প্রস্তুতি থাকার দরকার সেগুলো রয়েছে কিনা। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পরের প্রস্তুতি, দুর্যোগ চলাকালীন প্রস্তুতি ও দুর্যোগ শেষ পূনর্বাসনের প্রস্তুতি— প্রতিটি ধাপের প্রস্তুতিই থাকতে হবে।’
বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ শফিকুল ইসলাম বন্যায় মানুষ অরক্ষিত হয়ে পড়ে, তবুও আশ্রয়কেন্দ্রে যায় না— এ প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, ‘মানুষের গরু-ছাগল-হাঁসি-মুরগি আছে। এগুলো ফেলে তারা আশ্রয়কেন্দ্রে যাবে না। আশ্রয়কেন্দ্রে এগুলো রাখার ব্যবস্থা না থাকলে বন্যাদুর্গতদের আশ্রয়কেন্দ্রে টেনে আনা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয়ের ব্যবস্থার কথা ভাবছি। কিন্তু পশুখাদ্যের কথাও ভাবতে হবে। সামনে ঈদুল আজহা। পশুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বন্যার পর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’
বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হওয়া বৈঠকি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। এছাড়া, বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয় এই বৈঠকি।

আরও পড়ুন-

‘বাঁধ সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে’

‘বাঁধ ঠিক থাকলে পানি সমস্যা হতো না’

/সিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে