X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি কমতে শুরু করবে: সাজ্জাদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ১৩:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৪:০৩

বন্যা পরিস্থিতি, ফাইল ছবি আগামী ৪৮ ঘণ্টায় দেশের সব নদ-নদীর পানি কমতে শুরু করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পরিস্থিতি ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘উত্তরাঞ্চলে নদীগুলোর পানি হ্রাস অব্যাহত আছে। ফলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটবে। উত্তরাঞ্চলের সবগুলো নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে।’

আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে তিনি বলেন,‘দক্ষিণ-মধ্যাঞ্চলের যেসব এলাকা পদ্মা ঘেঁষা সেসব এলাকায় উজানের পানি কিছুটা স্থিতিশীল আছে। তবে মুন্সীগঞ্জ শরিয়তপুর এলাকার দিকে পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে।’

তিনি আরও বলেন,বৃষ্টি না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সার্বিক পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করবে।

উজানে দ্রুত পানি কমছে কিন্তু পদ্মা অংশের কিছু জায়গায় স্থিতিশীল ও কিছু জায়গায় অবনতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পানি হ্রাস পেতে শুরু করবে।

যমুনা, গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে,অপরদিকে ব্রহ্মপুত্র নদের সমতল হ্রাস পাচ্ছে। সুরমা নদীর পানির সমতল হ্রাস পেলেও কুশিয়ারা নদীর সমতল অপরিবর্তিত রয়েছে।

এদিকে  কেন্দ্রের বিশেষ বুলেটিনে বলা হয়েছে,  দেশের উত্তরাঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতি (কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ) উন্নতি অব্যাহত থাকবে। দক্ষিণ-মধ্যাঞ্চলের (মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ, শরিয়তপুর) নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছু জায়গায় স্থিতিশীল এবং কিছু জায়গায় অবনতিশীল থাকবে যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে আসবে। গঙ্গা অববাহিকার পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যাঞ্চলের ঢাকার চতুর্দিকের ৫টি নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার হতে ১২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!