X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিয়ার শাসনামল অবৈধ হলে আ.লীগও অবৈধ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ১৬:১৭আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৬:১৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। কারণ, জিয়াউর রহমানের শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল আওয়ামী লীগ। শনিবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল আওয়ামী লীগ। সেক্ষেত্রে জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে বর্তমান ক্ষমতাসীন দলও অবৈধ। জিয়াউর রহমানের আমলের বহু দলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা কখনও অবৈধ হতে পারে না।’
রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার জন্য আমাদের কোনও ভূমিকা নেই, নির্বাচন কমিশন (ইসি)-এর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে নির্বাচনে নিয়ে আসাটা নির্বাচন কমিশনের দায়িত্ব।’
ফখরুল আরও বলেন, ‘সরকার যা বলে, তা করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সব দলকে একসঙ্গে করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা কমিশনের কাজ। কিন্তু বর্তমান কমিশন তাতে ব্যর্থ। এই কমিশন দলীয়। এই কমিশনের অধীনে কোনও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
ইসির সঙ্গে সংলাপের কোনও মূল্য নেই বলেও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘এই সংলাপের ভবিষ্যত কী হবে তিনিই (ইসি) বলেছেন। উনি শুনবেন, কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা কোনও সংলাপ না। এ ধরনের কোনও কথা হতে পারে না। এ কারণে বলেছি, প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
বন্যার্তদের পাশে সর্বপ্রথম বিএনপিই দাঁড়িয়েছে বলে দাবি করে ফখরুল বলেন, ‘বন্যায় আমরাই প্রথম কাজ শুরু করেছি। জাতীয়ভাবে শুরু করেছি। যতটা সম্ভব করেছি। সরকার কাজ না করে শুধু মুখের কথা বলছে। সরকার দুর্যোগ মোকাবিলা করতে ব্যর্থ।’
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের অবস্থানের প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই রায়কে নিয়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা শঙ্কিত। বিচার বিভাগের রায় নিয়ে এমন আচরণ আগে আমরা দেখিনি। তারা রাষ্ট্রের তিন স্তম্ভকে নিজেদের অধীনে আনতে চায়। সবকিছু নিয়ে একদলীয় সরকার কায়েম করতে চায়।’ 

/এসটিএস/এএইচ/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা