X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুবির সেই শিক্ষকের ছুটি প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৩:১৩আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৫:৪৬

কুবি শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া (ফেসবুক থেকে নেওয়া) জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২০ আগস্ট) মাহবুবুল হকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া নোটিশটি পাঠান।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। নোটিশ প্রাপ্তির পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।  

১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠান চলাকালে শিক্ষক মাহবুবুল হক ক্লাস নিয়েছেন- এমন অভিযোগে গত ১৭ আগস্ট তাকে একটি চিঠি দেওয়া হয়। রেজিস্ট্রারের সই করা চিঠিতে বলা হয়েছে, ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ছুটি দেওয়া হল।

ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘কোনও প্রকার কমিটির সিদ্ধান্ত ছাড়াই তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে,কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ছুটি দেওয়া হলো। কিন্তু কর্তৃপক্ষ কারা। এটা আইনানুগ হয়নি।’

এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করে মাহবুবুল হক নিজের ফেসবুক পেইজে বলেন, শোক দিবসে সকালের কর্মসূচি শেষে নিজ বিভাগে আসার পর কয়েকজন শিক্ষার্থী কয়েকটি টপিকসের ব্যাপারে জানতে চান। তাদের একটি কক্ষে নিয়ে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস অনেক আগেই শেষ হয়েছে। সেদিন ক্লাস নেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। 

/এমটি/এসটি/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা