X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৩:৪৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:৫০

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবি অতিবৃষ্টি অব্যাহত থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে। এর ভয়াবহতা ব্যাপক। অনেক ব্রিজ-কালভার্ট নষ্ট হয়েছে। এই ক্ষয়ক্ষতি ঈদের আগে পরিপূর্ণভাবে ঠিক করা চ্যালেঞ্জ,তবে আমরা চেষ্টা করছি। আশা করি, সড়কগুলো যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে। এর মধ্যে যদি অতিবৃষ্টি হয় তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে।’

বৈঠকে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করার বিষয় নিয়েই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দিনাজপুর পরিদর্শন করেছি। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তার ১০টি পয়েন্ট ভেঙে গেছে। অতি বর্ষণের ভয়াবহতা এত যে ২৩টি পয়েন্টে ১-৩ কিলোমিটার রাস্তা পানিতে ডুবে গেছে। এছাড়াও অন্যান্য জায়গায় বেশ কিছু রাস্তাও ডুবে রয়েছে।’

তিনি বলেন, ‘রাস্তার ওপর যেন চাপ না পড়ে সেজন্য মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। বিজেএমইএ’র নেতাদের সঙ্গে কথা বলেছি, যেন এবার শ্রমিকদের ঈদের ছুটি ২দিন আগে দেওয়া হয়। মহাসড়কে যানজট এড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, মহাসড়ক এবং মহাসড়কের ওপর চাপ পড়ে এমন কোনও জায়গাতেও যেন পশুর হাট না বসে।’

ফরিদপুর যাওয়ার পথে ভাঙার মালিগ্রাম এবং টঙ্গীতে পশুর হাট এবার বসবে না। এই দুটি হাট মহাসড়কের সমস্যা করে বলেও জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়িতে পশুবহন চলবে না, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের ৫ দিন এবং পরবর্তী ৫ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগের তিনদিন কোনও পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলবে না। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকগুলো (সবজি, কাঁচামাল ইত্যাদি) এর বাইরে থাকবে।’

মহাসড়কে যানজট নিরসনে ২৫টি জায়গায় সিটিটিভি বসানো হবে জানিয়ে তিনি বলেন, ‘মেঘনা ও গোমতী সেতুতে টোল আদায় কার্যক্রম দ্রুত করতে অতিরিক্ত টোল প্লাজা বসানো হবে। বন্যার কারণে সমস্যা হতে পারে, এজন্য সবার সহযোগিতা কাম্য।’

/এসআই/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!