X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন হবে রাজধানীর দুই সিটির নবগঠিত ৩৬ ওয়ার্ডে

এমরান হোসাইন শেখ
২১ আগস্ট ২০১৭, ০০:১৩আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৫:৫৫

নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবগঠিত ৩৬ ওয়ার্ডে নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি ইসির সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ওই চিঠি পাওয়ার পর ভোট আয়োজনের প্রস্তুতিমূলক কাজ হিসেবে ভোটার এলাকা নির্ধারণের কার্যক্রম শুরু করেছে কমিশন সচিবালয়। এরপর এ দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য কমিশনের অনুমোদন চাওয়া হবে। সেই অনুমোদন পাওয়ার পর তফসিল ঘোষণাসহ নির্বাচন প্রস্তুতির আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় নতুন ১৮টি ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া, দুই সিটিতে ছয়টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচনেরও আয়োজন করতে হবে। সংরক্ষিত ও সাধারণ— সব মিলিয়ে ৪৮টি ওয়ার্ড নির্বাচনের প্রস্তুতির প্রয়োজন হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নির্বাচন আয়োজনের বিষয়ে চিঠি পেয়েছি।’ বিষয়টি নিয়ে এখনও কমিশনে কোনও আলোচনা হয়নি উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘বিষয়টি এখনও কমিশনে তোলা হয়নি। কখন ও কিভাবে এ নির্বাচনের আয়োজন করা হবে তা কমিশন নির্ধারণ করবে।’
জানা গেছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ও দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ড ছিল। পরে স্থানীয় সরকার বিভাগ এ দুই সিটি করপোরেশনের পাশের আটটি করে মোট ১৬টি ইউনিয়ন ভেঙে সিটি করপোরেশনের এলাকাভুক্ত করে গত ২৬ জুলাই গেজেট প্রকাশ করে। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে ১৮টি ওয়ার্ড যুক্ত করেছে। নবগঠিত এলাকা নিয়ে এ সিটি করপোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় ৫৪টিতে। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১২ থেকে বেড়ে দাঁড়ায় ১৮টিতে। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হয়ে মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় ৭৫টিতে। সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৯ থেকে বেড়ে হয় ১৫।
এদিকে, দুই সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর ফলে বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাইদ, উত্তরখান, দক্ষিণখান, ফায়দাবাদ, নলভোগ, দিয়াবাড়ী, কামারপাড়ার বিভিন্ন মৌজা ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং শ্যামপুর, কদমতলী, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, গজারিয়া, নন্দিপাড়ার বিভিন্ন মৌজা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুন-

ট্রেনের টিকিট যেন ‘সোনার হরিণ’

বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস