X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘সাবধান থাকবেন, ১৫ আগস্টের মতো আরও ঘটনা ঘটতে পারে’

শফিকুল ইসলাম
২১ আগস্ট ২০১৭, ১৯:২০আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০২:৫০

 বিএনপি চেয়ারপারসন খালেদা ২১ আগস্টের বোমা হামলার আগে  এই বিষয়ে তার ঘনিষ্ঠজনদের সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার ঘনিষ্ঠজনদের সতর্ক করে বলেছিলেন, সাবধান থাকবেন, ১৫ আগস্টের মতো আরও ঘটনা ঘটতে পারে। তার এমন মন্তব্যের কিছুদিন পরই ২১ আগস্টের এই জঘন্য ঘটনা ঘটে।’ সোমবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে ২০০৪ সালের ২১ আগস্টের বোমা হামলায় নিহতদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

২১ আগস্টের গ্রেনেড হামলার পর অবিস্ফোরিত গ্রেনেড (ছবি: সংগৃহীত)

মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক সিনিয়র মন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর আগে এরশাদের শাসনামলে ১৯৮৮ সালেও চট্টগ্রামের লালদিঘি ময়দানে আওয়ামী লীগের জনসভায় আমাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।’ তিনি বলেন, ‘এরশাদের সময় হত্যার চেষ্টা করা হয়েছিল। ‘খালেদা জিয়ার সময়ও আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।’

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন প্রায় ৪শ নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের  অনেকে এখনও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছেন। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে মানববর্ম তৈরি করে প্রাণ উত্সর্গ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সেই হামলা থেকে শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী