X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে আরপিও-র দুটি ধারা ও একটি বিধি নিয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৫:০৫আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৩৭

সুপ্রিম কোর্ট নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) দুটি ধারা এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা অনুযায়ী, দলের নিবন্ধন পেতে হলে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দফতর, এক থানায় ২শ’ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে, বলে যে শর্ত দেওয়া হয়েছে এর পরিবর্তন জরুরি উল্লেখ করে আবেদনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘যে কোনও দলের ক্ষেত্রে আগে দরকার নিবন্ধন, পরে এ শর্তগুলো পূরণ করা হবে। আবার অনেক দল বাধ্য হয়ে এসব শর্ত পূরণে প্রতারণার আশ্রয় নেবে। এজন্য এসব শর্ত তুলে দেওয়া দরকার।’

তার তুলে ধরা বিতর্কিত শর্তগুলোর মধ্যে আরও আছে, রাজনৈতিক দল হিসেবে অন্তত একবার সংসদে প্রতিনিধিত্ব থাকা; কোন এক সংসদ নির্বাচনের মোট কাস্টিং ভোটের অন্তত ৫ শতাংশ পাওয়া।

তার শুনানির পর আদালত এ আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।




 

/ইউআই/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা