X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির হলে পোশাক নির্দিষ্ট করে দেওয়ার নোটিশ নিয়ে ধোঁয়াশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৪:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৫:১৪

সুফিয়া কামাল হলে ছাত্রীদের পোশাক সংক্রান্ত নোটিশ যেটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রীদের পোশাকের ওপর বিধিনিষেধ সংক্রান্ত একটি নোটিশ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশালীন পোশাক’ না পরার নির্দেশ সংক্রান্ত যে নোটিশ ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে হল কর্তৃপক্ষ। হলের আবাসিক শিক্ষকদের দাবি, ফেসবুকে ছড়িয়ে পড়া নোটিশটি তাদের না হলেও এ বিষয়ে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। যেখানে কোনও ‘অশালীন’ ভাষা ব্যবহার করা হয়নি। যদিও শিক্ষার্থীদের দাবি, ফেসবুকে ছড়িয়ে পড়া নোটিশটিই গত রাতে তারা দেখেছেন।

বুধবার (২৩ আগস্ট) রাতে হঠাৎই ফেসবুকে ভাইরাল হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল কর্তৃপক্ষের নাম ব্যবহার করে লেখা একটি নোটিশ। সেখানে লেখা, হলের ভেতর দিন বা রাত হোক, কখনোই ছাত্রীদের ‘অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি)’ পরা যাবে না। এ পোশাকে হলের কার্যালয়ে কোনও কাজের জন্য ঢোকা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।  

এ নোটিশ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বলছেন, আবাসিক হল মেয়ের থাকার জায়গা, সেখানে তারা আরামদায়ক পোশাক পরবে। আর সালোয়ারের ওপর গেঞ্জি কখনোই অশালীন পোশাক হতে পারে না।

ঢাবি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট তুহিন কান্তি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের একাডেমিক জায়গাটাকে মানসম্পন্ন করে গড়ে তুলতে। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ রুচিবোধ নির্ধারণ করে দেবে এই জন্য না। কিন্তু প্রতিনিয়ত দেখছি বিশ্ববিদ্যালয় গণ্ডিতে বেঁধে ফেলতে চায়। এটি শঙ্কার জায়গা।’ শিক্ষার্থীদের পোশাক নিয়ে এধরনের নোটিশ দেওয়ার অধিকার কর্তৃপক্ষের আছে কিনা সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটি রক্ষণশীলতার বিষয়। বিশ্ববিদ্যালয় কয়েকবছর ধরে পরিকল্পিতভাবেই প্রচণ্ড পরিমাণে রক্ষণশীল হয়ে উঠেছে।’  সুফিয়া কামাল হলের বোর্ডে ছাত্রীদের পোশাক সংক্রান্ত নোটিশ

সুফিয়া কামাল হলের আবাসিক এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের কেবল এই নোটিশ বলে কথা নয়, মেয়েদের হলে নানারকমের আপত্তিকর প্রসঙ্গ নানা সময়ে ওঠে। সেটি মেয়েরা এড়িয়ে যায় ঝামেলা না বাড়ানোর জন্য। এই নোটিশটিও সেরকম ছিল। পরে আরেকটি নোটিশও চোখে পড়েছে।’

হলের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি কী ধরনের পোশাক পরবো সেটা নিয়ে এমন ভাষায় কেউ আমাকে বলবে, এতে আমার সম্মানহানি ঘটেছে। আমরা কয়েকজন মিলে স্মারকলিপি দেওয়ার বিষয়ে ভাবছি। যদিও বিষয়টি গণমাধ্যমে চলে আসায় পরবর্তী প্রতিক্রিয়া কী হবে সেটা নিয়ে মেয়েরা এখনও শঙ্কিত।’

এদিকে নোটিশের বিষয়ে এখনও কিছু জানেন না উল্লেখ করে হলের সিনিয়র আবাসিক শিক্ষক শামীম বানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গতকাল সকালে ডিউটিতে ছিলাম। আমি এমন নোটিশ দেখিনি।’ দায়িত্বশীল কারও স্বাক্ষর ছাড়া কোনও নোটিশ দেয়ালে টানানো হয় কিনা—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি আদেশক্রমে হয়ে থাকে তাহলে অফিসের যিনি আছেন তিনি করে দেন। আর যদি ম্যাডাম (প্রভোস্ট) থেকে ইস্যু হয় সেটা উনার স্বাক্ষরেই যায়। এক্ষেত্রে কী ঘটেছে আমি বলতে পারবো না।’

ফেসবুকে প্রচারিত নোটিশ হল কর্তৃপক্ষের না উল্লেখ করে আবাসিক শিক্ষক শাওন্তী হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরকম একটি নোটিশ দেইনি তা বলবো না। কিন্তু যেটি ফেসবুকে দেখা যাচ্ছে সেটি হল কর্তৃপক্ষের নোটিশ না। আমাদের নোটিশটিতে কোনও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়নি।’ কারা তাহলে এ নোটিশ দিয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘সেটা এখনই আমরা বলতে পারছি না কিন্তু যে ভাষায় নোটিশ দেওয়া হয়েছে বলা হচ্ছে সেটি ঠিক নয়।’

আরও পড়ুন- নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

/ইউআই/এফএস/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!