X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পর্যায়ক্রমে মাধ্যমিকের সব বই সুখপাঠ্য করে পরিমার্জিত হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

পরিমার্জিত বইয়ের কপি শিক্ষামন্ত্রীর তুলে দেয় কমিটি শিক্ষার মান বাড়াতে  সুখপাঠ্য ও ভালো বই প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা এবার মাধ্যমিকে ১২টি বই তৈরি করছি। ইতোমধ্যে পাঁচটি বই পেয়ে গেছি। আজকে (মঙ্গলবার) পাচ্ছি আরও ছয়টি বই। একটি বই (হিসাববিজ্ঞান) বাকি আছে। চমৎকার বই তারা তৈরি করেছেন। এবার আমরা বইগুলো ছাপিয়ে দেবো। পর্যায়ক্রমে মাধ্যমিকের অন্যান্য শ্রেণির বইগুলোও পরিমার্জন করা হবে।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পরিমার্জিত পাঠ্যবই হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির পরিমার্জিত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান ও জীববিজ্ঞান বইয়ের ছাপা কপি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে পাঠ্যবই পরিমার্জন কমিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে বই তুলে দেন। এর আগে পরিমার্জিত আরও পাঁচটি বই বাংলা সাহিত্য, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি ও ইংরেজি বই  মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। পরিমার্জিত মোট ১২টি বইয়ের মধ্যে বাকি রয়েছে কেবল হিসাব বিজ্ঞান বইটি।

পুরো বই সরবরাহ করার পর আগামী শিক্ষা বছরে শিক্ষার্থীদের পরিমার্জিত বই সরবরাহ করবে শিক্ষা মন্ত্রণালয়।

পাঠ্যবই নিয়ে নানা সমালোচনার পর নবম-দশম শ্রেণির ১২টি পাঠ্যবই আরও পাঠযোগ্য, আকর্ষণীয় ও সহজ করতে শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি ১১টি পাঠ্যবই প্রণয়নের কাজ চূড়ান্ত করে শিক্ষামন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে।

অনুষ্ঠানে ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘একটি ছেলে বা একটি মেয়ে বইটি হাতে নিলে তার মন ভালো হয়ে যায়, আহ কী সুন্দর বই। এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। আমার স্বপ্নটা নিজে বাস্তবায়ন করতে পারতাম না, যদি শিক্ষা মন্ত্রণালয় স্বাধীনতাটা না দিতো।’ 

জাফর ইকবাল বলেন, ‘আমি সাহস করে ছয়টি বই পরিমার্জনের দায়িত্ব নিয়েছিলাম। এখন এগুলো যারা ছাপাবে তাদের হাতে ধরিয়ে দেওয়া যাবে। পেজ মেকিং কিংবা আর কিচ্ছু করতে হবে না।  বইগুলো করতে আমাদের কিছু অনুরোধ ছিল যে, বই রঙ্গিন করতে হবে। ওনারা (শিক্ষা মন্ত্রণালয়) অনুমোদন দিয়েছেন। এজন্য হয়তো তাদের কিছু বেশি ফান্ড লেগেছে। বলেছিলাম বিজ্ঞানের কিছু বিষয় আছে সেগুলো ব্যাখ্যা করতে কিছু জায়গা বেশি দিতে হয়। কাজেই বইয়ের সাইজ বড় হতে পারে। ওনারা আমাদের সেই ফ্রিডম দিয়েছেন।’

পরে জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘অধ্যাপক কায়কোবাদ ও আমাকে দায়িত্ব দেওয়া হয়। দেশের তরুণ প্রজন্ম এবং সব চেয়ে ভালো শিল্পী, ভালো যে গ্রাফিক্স জানে, ভালো যে প্রযুক্তিবিদ তারা দুই সপ্তাহের মধ্যে একটা ফন্ট তৈরি করে দিয়েছে। নতুন প্রজন্মের তরুণদের সঙ্গে নিয়ে আমরা এগুলো করেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, যাতে এটা নির্ভুল হয়। বই হাতে তুলে দিলে যদি তাদের মনটা ভালো হয়ে যায়, তাহলে আমাদের পরিশ্রমটা স্বার্থক হবে। আমরা পরিশ্রমের কোনও ঘাটতি করিনি।  গত ১০ মাস আমি কোনোদিন রাত দু’টার আগে ঘুমাইনি।’

আগের পরিমার্জিত বইয়ে হেফাজতের প্রস্তাবনা  রাখা হয়েছে কিনা জানতে চাইলে  ড. জাফর ইকবাল বলেন, ‘ওই বইগুলো যদি আমার হাতে থাকতো, তাহলে আমি বলতে পরতাম।  ওই বই পরিমার্জনের জন্য সুনির্দিষ্ট একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি বলতে পারছি না। উনি হয়তো ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি সমস্যা যেন না থাকে, সেভাবে সুপারিশ করেই বইটি পাঠিয়েছেন। তবে শিক্ষামন্ত্রণালয় এনসিটিবি কতটুকু রাখবে, সেটা তাদের বিষয়। আমি এখনও জানি না।’

আরও পড়ুন: 
আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে শিক্ষা আইনের খসড়া: শিক্ষা সচিব

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক