X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সরকারের অপপ্রচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৩

 

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট অব্যাহত রয়েছে। সামরিক বাহিনীর অভিযানে এপর্যন্ত লাখ লাখ রোহিঙ্গা গৃহহীন ও  হাজারেরও বেশি নিহত হয়েছেন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে মিয়ানমার সরকারের অপপ্রচারও থেমে নেই।

মিয়ানমার সেনাবাহিনী অপপ্রচারের চেষ্টা করছে যে, মুসলিম রোহিঙ্গারা পালিয়ে যাওয়ার সময়ে নিজেরাই তাদের ঘরবাড়ি  জ্বালিয়ে দিচ্ছে।

এ বিষয়ে মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষক মিডিয়া হাউজ ইলেভেন একাধিক ছবিসহ একটি রিপোর্ট প্রকাশ করে এবং সেই রিপোর্ট উদ্ধৃত করে মিয়ানমার সরকারের মুখপাত্র জো টো টুইটারে এক পোস্টে বলেন, ‘এটি বাঙালিদের ফটো। তারা নিজেদের ঘরবাড়িতে আগুন লাগাচ্ছে।’

ইলেভেন পত্রিকায় প্রকাশিত ছবি

ইলেভেন পত্রিকায় একটি ছবিতে দেখা যাচ্ছে, টুপিছাড়া একজন ছুরি হাতে দাঁড়িয়ে আছে (বামদিকে)।

পুরুষটি ঘরে আগুন দিচ্ছে, বাঁয়ে নারীর হাতে তলোয়ার (ছবি- সংগৃহীত)

 

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, একই ব্যক্তি নির্বিকারভাবে ছবি তুলছে। 

নারী-পুরুষ মিলে ঘরে আগুন দিচ্ছে, আরেকজন ছবি তুলছে

 

কিন্তু এর পরের ছবিতে তাকে একবারে নতুন টুপি পরিহিত অবস্থায় দেখা যায়।

ঘরে আগুন দিচ্ছে টুপি পরিহিত ব্যক্তি

 

অন্য আরেকটি ছবিতে স্ট্রাইপ শার্ট পড়া এক ব্যক্তিকে একটি ঘরে আগুন দিতে দেখা যাচ্ছে। একই ব্যক্তিকে পরে একটি হিন্দু শেল্টার ক্যাম্পে দেখা গেছে।

অগ্নি সংযোগকারী নারী ও  পুরুষটি একটি  হিন্দু ক্যাম্পে (নিচে বাঁয়ে)

বিবিসি’র জোনাথন হেড সম্প্রতি সরকারিভাবে রাখাইনে সফর করেছেন। তিনি এক প্রতিবেদনে লিখেছেন, ‘‘আমাদের একটি বৌদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হয়। একজন ভিক্ষু আমাদের জানান, ‘মুসলিমরা তাদের নিজেদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে।’ মুসলিমরা যে ঘরে আগুন দিচ্ছে, এমন কয়েকটি ছবি আমাদের দেওয়া হয়, যা সত্যিই অদ্ভুত।”

জোনাথন হেড তার প্রতিবেদনে লিখেছেন, ‘টুপি পরিহিত একজন লোক ঘরে আগুন দিচ্ছেন। একজন  নারী তলোয়ার উঁচিয়ে নাটকীয় ভঙ্গি করছেন। পরে আমি ওই নারী-পুরুষকে একটি হিন্দু ক্যাম্পে দেখেছি।’

 

 আরও পড়ুন:

তিন দিনে মাত্র ৮শ’ নিবন্ধন, রোহিঙ্গাদের এক জায়গায় নেওয়াটাই বড় চ্যালেঞ্জ

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও