X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য যত ত্রাণ সহায়তা পাওয়া গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩১

সরকারিভাবে সমন্বয় করা হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিদেশি রাষ্ট্র ও সহায়তা সংস্থার ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। রাখাইন রাজ্যে চলমান সহিংসতার শিকার হয়ে যেসব রোহিঙ্গা এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য ত্রাণ পাঠিয়েছে বেশ কয়েকটি দেশ। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এর বাইরেও আরও বেশকিছু দেশ ও আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ত্রাণ পাঠানো আশ্বাস দিয়েছে। এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গাদের ত্রাণ দিতে তাদের অন্তত ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন।
রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত আজারবাইজান, তুরস্ক, মরক্কো, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান ও আরব আমিরাত থেকে ত্রাণ এসেছে বাংলাদেশে। কার্গো বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব ত্রাণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম গত শুক্রবার (১৫ সেপ্টম্বর) তার ফেসবুক পোস্টেও বাংলাদেশে ত্রাণ পাঠানো দেশগুলোর কথা জানিয়েছিলেন।
সহায়তা দিয়েছে
ভারতের ত্রাণবাহী বিমান পৌঁছায় চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে প্রথম ত্রাণ সহায়তা পাঠায় মালয়েশিয়া ও আজারবাইজান। গত ৯ সেপ্টেম্বর এই দুই দেশ থেকে ত্রাণসামগ্রী পৌঁছায় বাংলাদেশে। এর মধ্যে চাল, ডাল, তেল ও চিনিসহ ১৪ আইটেমের ১২ টন পণ্য পাঠায় মালয়েশিয়া সরকার। আর সিল্ক ওয়েস্ট এয়ারলাইন্সের বিশেষ কার্গো বিমানে করে একশ টন ত্রাণ পাঠায় আজারবাইজান সরকার। দেশটির পক্ষ থেকে আরও ত্রাণ পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।
গত ১৩ ও ১৫ সেপ্টেম্বর রোহিঙ্গাদের জন্য দুই দফায় ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছায় এসব ত্রাণবাহী বিমান। ১৩ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকেও ৩৪ টন ত্রাণ নিয়ে চারটি বিমান অবতরণ করেন চট্টগ্রাম বিমানবন্দরে।
পরদিন ১৪ সেপ্টেম্বর ১৪ টন ত্রাণ পাঠায় মরক্কো সরকার। মরক্কোর পাঠানো ত্রাণের মধ্যে ছিল তাঁবু, কম্বল, ওষুধ, গুঁড়ো দুধ, ম্যাট্রেস ও চার টন চাল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ৪০ টন ত্রাণ আসে ইরান থেকে। ইরান সরকারের পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিছানা, তাঁবু, কম্বল, বিস্কুট, শুকনো খাবার ও ওষুধ।
ইন্দোনেশিয়া থেকে আসা ত্রাণবাহী বিমান এর বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ৮ লাখ ৩০ হাজার আমিরাতি দিরহাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে আইসিআরসি (রেড ক্রস) ও তার সহযোগীরা ১৩ হাজার ৩৭৫টি খাবারের প্যাকেট বিতরণ করেছ ও ১ হাজার ৪৪৭ জনকে স্বাস্থ্যসেবা দিয়েছে। এসব সংগঠন এই সময়ে পাঁচশ টয়লেট নির্মাণ করেছে এবং ১০টি টিউবওয়েল, ১৫টি গভীর নলকূপ ও পাঁচটি পানির পাম্প স্থাপন করেছে।
সহায়তার ঘোষণা
এরই মধ্যে বাংলাদেশে পৌঁছানো ত্রাণ সহায়তার বাইরেও বেশকিছু দেশ ত্রাণ সহায়তার ঘোষণা দিয়ে রেখেছে। এর মধ্যে ৫০ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া; ১৫ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা করেছে কুয়েত সরকার। এদিকে, রোহিঙ্গা ও বন্যার্তদের জন্য ১০ কোটি ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড; আরও ৩ মিলিয়ন ইউরো অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। এছাড়াও, ডব্লিউএফপি ও ইউএনএইচসিআর’র মাধ্যমে মিয়ানমার ও বাংলাদেশে ২৫ কোটি ৫৫ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার।

/আরজে/টিআর/
সম্পর্কিত
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও