X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আতপ চালে অনীহা!

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

খোলা বাজারে পণ্য বিক্রি চলছে, ফাইল ছবি খোলাবাজারে কম দামে আটা কিনতে এসেছেন ফাতেমা। বেশি দামে আতপ চাল কিনে ঠকেছেন,তাই আজ (সোমবার) দুই কেজি আটা কিনবেন। তিনি  বলেন, ‘আতপ চাল তাই কিনছি না। এ চাল খাওয়ার অভ্যাস নেই, তাই সিদ্ধ চাল কিনবো বাজার থেকে। দুই কেজি আটা কিনেই বাসায় ফিরে যাবো।’

খোলাবাজারে চাল বিক্রির দ্বিতীয় দিনে একই অবস্থা দেখা গেছে বাংলামোটর,পান্থপথ,বংশাল মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে।

বাংলামোটর খোলা বাজারে ট্রাকের সামনে আটা কেনার অপেক্ষায় রিকশা চালক নুরল ইসলাম বলেন, ‘অনেকেই জানেন না কম দামে চাল পাওয়া যাচ্ছে। আমার কথা শুনে আরও কয়েজন আজ চাল ও আটা নিয়েছেন। তবে সবাই তারা আটা কিনেছেন। দ্বিগুণ দামে তারা কেউ আতপ চাল কিনবেন না।’

সম্প্রতি সব ধরনের চালের দাম কেজিতে ১০ টাকারও বেশি বেড়ে যাওয়ায় সরকার পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে (১৭ সেপ্টেম্বর) খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। রাজধানীর ১০৯ জায়গায় ট্রাকে ৩০ টাকায় আতপ চাল এবং আটা ১৭ টাকা কেজি দরে বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়। গত বছর খোলা বাজারে সরকার চাল বিক্রি করেছে ১৫ টাকায়। এবার বিক্রি করছে দ্বিগুণ দামে।

নুরুল আরও বলেন, ‘বেশি দামে সিদ্ধ চাল কিনবো। পিঠা খাওয়ার জন্য পরে পাঁচ কেজি আতপ চাল কিনে রাখবো।’ 

খোলা বাজালে পণ্য বিক্রির প্রথমদিন রাজধানীতে সব ডিলার মাঠে না থাকলেও আজ প্রায় অনেক জায়গায় ট্রাক সেলে চাল, আটা বিক্রি করতে দেখা গেছে। তবে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবারও খোলা বাজারে চাল বিক্রি হয়নি। রবিবার ওসমানী উদ্যানের সমানে কয়েক মুহূর্ত ট্রাক থামালে পরে তা চলে যায়।

গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে ওএমএস’র চাল বিক্রির ব্যাপারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রবিবার জানিয়েছিলেন, ‘গত বছর যখন ওএমএস চালু করা হয়, তখন বাজারে প্রতি কেজি চালের দাম ছিল ৩০ টাকা। তাই নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। এখন বাজারে প্রতি কেজি চালের দাম ৪৫ টাকা। তাই দাম বাড়ানো হয়েছে।’

এ ব্যাপারে খাদ্যমন্ত্রী সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন,‘এক সপ্তাহ পর পাবলিক এ আতপ  চালের জন্য হুমড়ি খেয়ে পড়বে। কারণ যে আতপ  চাল দিচ্ছি তা সিদ্ধ চালের চেয়ে ভালো।’

 

আরও পড়ুন: এক সপ্তাহ পর পাবলিক আতপ চালের জন্য হুমড়ি খেয়ে পড়বে: খাদ্যমন্ত্রী

 

  

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা