X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সু চি’র ভাষণে চার মিথ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩২

সু চি’র ভাষণে বলা চার মিথ্যা তথ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সামরিক বাহিনীর নৃশংস নির্যাতন শুরু হয়েছে গত ২৫ আগস্ট থেকে। এর তিন সপ্তাহ পর এসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রধান নেত্রী অং সান সু চি। তবে তার এই বক্তব্যে মিথ্যা তথ্য, সত্যকে লুকানোর প্রয়াস ও সামরিক বাহিনীকে আড়াল করার চেষ্টা অত্যন্ত প্রকট হয়ে ধরা পড়েছে।
প্রায় আধা ঘণ্টার ভাষণে সু চি কমপক্ষে চারটি মিথ্যা তথ্য দিয়েছেন। তার দেওয়া আরও একটি তথ্য সন্দেহজনক। এছাড়া, তিনি এই ভাষণে রাখাইনের ভয়াবহ মানবিক সংকটময় পরিস্থিতিকে ‘মিয়ানমারের অনেকগুলো সমস্যার একটি’ বলে অভিহিত করেছেন। সামরিক বাহিনীর অত্যাচারের ঘটনা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি এই ভাষণে।
সু চি’র দেওয়া মিথ্যা ও সন্দেহজনক তথ্য
সু চি তার বক্তব্যে বলেছেন, রাখাইন রাজ্যে ৫ সেপ্টেম্বর থেকে সামরিক বাহিনীর অভিযান বন্ধ আছে, যা সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য। কারণ, সেপ্টেম্বর ১৩ তারিখেও মিয়ানমার সীমান্তে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। ৪০ জনেরও বেশি রাষ্ট্রদূত ওই দিন কক্সবাজার সফরকালে এ পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন। এছাড়া, আন্তর্জাতিক গণমাধ্যমও প্রতিদিনই মিয়ানমারে সহিংসতার রিপোর্ট করেছে।
ভাষণে সু চি বলেছেন, রাখাইনে সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ-সুবিধা আছে। কিন্তু ২০১২ সাল থেকেই শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের মধ্যে রয়েছে রোহিঙ্গারা।
সু চি তার দেওয়া ভাষণের এক পর্যায়ে বলেন, ৫০ শতাংশ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে গেছে। কিন্তু রাখাইনে ২৫ আগস্ট থেকে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পরই গত তিন সপ্তাহে বাংলাদেশে চার লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে। আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে আরও প্রায় চার লাখ রোহিঙ্গা। অর্থাৎ, কেবল বাংলাদেশেই আছে কমপক্ষে আট লাখ রোহিঙ্গা। সু চি’র বক্তব্য সঠিক হলে রোহিঙ্গা জনগোষ্ঠীর মোট সংখ্যা হওয়া উচিত ১৬ লাখ। কিন্তু তারা নিজেরাই বলে থাকে, রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ।
সু চি বলেছেন, মুসলিমরা মিয়ানমার থেকে কেন দলে দলে পালিয়ে যাচ্ছে, সেটি তার কাছে রহস্যজনক একটি বিষয়। তিনি নিজেই এর কারণ জানতে চান। রাখাইনে সহিংসতা শুরুর তিন সপ্তাহ পর এসে যদি তিনি দলে দলে মুসলিমদের পালিয়ে যাওয়ার কারণ খুঁজতে চান, তবে এতদিন তার সরকার রাখাইন নিয়ে এতগুলো বিবৃতি কিভাবে দিলো?
মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান এই নেত্রীর বক্তব্যে উঠে আসা আরেকটি সন্দেজনক তথ্য হলো, তিনি কূটনীতিকদের রাখাইন সফরের কথা বললেও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা ও মিডিয়াকে ঢুকতে দেওয়ার কথা বলেননি। এ মাসের প্রথম দিকে মিয়ানমার সরকারের অধীনে একটি মিডিয়া দল সেখানে গেলে তারা মিয়ানমার সামরিক বাহিনীর হামলার চিত্র দেখতে পান।

আরও পড়ুন-
শরণার্থী আইন নেই, বিপর্যয়ের শঙ্কা
সু চি সেনাবাহিনীর নীতির বাইরে গিয়ে কিছু বলেননি

রোহিঙ্গাদের নজরদারিতে রাখছে বাংলাদেশ: এইচ টি ইমাম
বক্তব্যে সেনাদের প্রসঙ্গ এড়িয়ে গেছেন সু চি: এইচআরডব্লিউ

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের