X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য আসা ৪ দেশের ত্রাণ গ্রহণ করেছে সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৭

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড় দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। টেকনাফের দিকে যাচ্ছেন এক রোহিঙ্গা বৃদ্ধা। হারিয়াখালী এলাকা থেকে তোলা ছবি।ছবি: বাংলা ট্রিবিউন

রোহিঙ্গাদের জন্য এই পর্যন্ত পাঁচটি দেশ থেকে ত্রাণ সামগ্রী এসেছে। এর মধ্যে চারটি দেশের ত্রাণ গ্রহণ করেছে সেনাবাহিনী। ভারতের ত্রাণ সামগ্রী সরাসরি ভারতীয় কর্তৃপক্ষ কক্সবাজার পৌঁছে দিয়েছে। বিদেশ থেকে আসা এসব ত্রাণ সামগ্রী গ্রহণের পর সেনাবাহিনী শুধু কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেয়। ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেনা সেনাবাহিনী। দায়িত্ব পাওয়ার পর থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত কয়েকটি দেশ থেকে আসা ১৩৮ দশমিক ৯২৫ টন ত্রাণ গ্রহণের পর সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ক্যাপ্টেন রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে এসব কথা জানান।

ক্যাপ্টেন রাকিবুল হাসান বলেন, ‘সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ভারত, ইরান, মালেয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো থেকে ত্রাণ এসেছে। সেগুলো চট্টগ্রাম বিমান বন্দরে গ্রহণের পর কক্সবাজার জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ভারতের ত্রাণ সামগ্রী সরাসরি ভারতীয় কর্তৃপক্ষ কক্সবাজার পৌঁছে দিয়েছে। বিদেশি ত্রাণ সামগ্রী গ্রহণ করে সেগুলো সঠিকভাবে কক্সবাজার পৌঁছে দেওয়াই হচ্ছে সেনাবাহিনীর কাজ। ’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র গঠন করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের সদস্যরা নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয়পূর্বক বিমান বন্দরে ত্রাণ সামগ্রী আনলোড এবং পরিবহনের কাজ করে যাচ্ছে।

গত ১০ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী আসতে থাকে। এ পর্যন্ত মোট ১৪টি বিমানযোগে সর্বমোট ২২৮ দশমিক ৭ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছেছে। সর্বশেষ সোমবার (১৮ সেপ্টেম্বর) রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ইন্দোনেশিয়ার ২টি সি-১৩০ পরিবহন বিমানে প্রায় ২০ টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর অবতরণ করে। ইন্দোনেশিয়ার এ দুটি চালানসহ এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে ত্রাণ সামগ্রী চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে।

 

/জেইউ/এনআই/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা