X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছয় দিন পর দুর্গোৎসব, চলছে সাজসজ্জা ও রঙের কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৮

প্রতীমায় চলছে রঙের কাজ আর মাত্র ছয় দিন বাকি।এরপরই শুরু হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) শুরু হবে দুর্গা পূজা।তাই রাজধানীসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোয় শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। এখন চলছে প্রতিমায় রঙ- তুলির কাজ। এর মাধ্যমে প্রতিমার অবয়বকে আরও সুন্দর করে তোলা হবে। পরানো হচ্ছে সুন্দর-সুন্দর পোশাক।

মঙ্গলবার রাজধানী পুরান ঢাকার শাখারি বাজারসহ বেশ কয়েকটি এলাকার পূজামণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা গেছে।পুরান ঢাকার নর্থব্রুক হল রোডে জমিদার বাড়িতে প্রতিমা তৈরির কাজ চলছে। আটজন মৃৎশিল্পী মনোযোগ কাজ করে যাচ্ছেন। কেউ প্রতিমার চোখে কাজল পরাচ্ছেন, কেউবা প্রতিমার শরীরে পোশাক পরাচ্ছেন।

ছয় দিন পর দুর্গোৎসব, চলছে সাজসজ্জা ও রঙের কাজ

এছাড়া বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দেবী দুর্গার বাহন সিংহ, মহিষাসুর, দেবী লক্ষ্মী,সরস্বতী,কার্তিক,গণেশ এবং তাদের বাহন পেঁচা,হাঁস,ইঁদুর আর ময়ূরে রঙের কাজ করছেন মৃৎশিল্পীরা।

কথা হয় শিমুলিয়া শিল্পালয়ের মৃৎশিল্পী বলয় পালের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শাঁখারি ও তাঁতিবাজারের মণ্ডপগুলোয় প্রতিমার মাটির কাজ এরই মধ্যে প্রায় শেষ করে ফেলেছে শিল্পীরা। মূর্তি গড়া শেষে এখন তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার সৌন্দর্য। পূজা শুরুর আগেই ঠিকমতো কাজ শেষ করতে পারবেন।

রঙ লাগানোর কাজ চলছে

বলয় পালের সঙ্গে আরও কাজ করছেন সুকুমার পাল,নিতাই পাল, কালান পাল, নিশি পাল, কৃষ্ণ পাল ও জয়দেব পাল।

বলয় পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রথের পর থেকেই আমরা প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। এই পূজামণ্ডপে মোট ৮ সেট প্রতিমা তৈরি হচ্ছে। সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকায় প্রতিমা তৈরি করছি।’

প্রতীমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পীর

তিনি আরও বলেন,‘অন্যান্যবারের চেয়ে এবার আরও যত্ম নিয়ে প্রতিমা তৈরি করতে পারছি। কারণ,দুই দিন আগে কাজ শুরু করেছিলাম। এছাড়া এবার প্রতিমাগুলোর রঙ আনা হয়েছে ভারত থেকে। সবচেয়ে ভালো রঙ পাওয়ায় প্রতিমাগুলো আরও সুন্দর লাগবে।একেকটা প্রতীমার থিম একেক রকম হবে। কোনোটি নীল আকাশের নিচে বসানো হবে,কোনোটি নদীর পাড়ে,কোনোটি পাহাড়ের সামনে বসবে। তবে বেশিরভাগ পূজামণ্ডপে প্রতিমাগুলো বসবে নৌকার ওপর।’ 

এদিকে, শাঁখারি ও তাঁতিবাজার এলাকা ঘুরে দেখা যায়,সেখানে অন্তত ২০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পীরা। এরই মধ্যেই মণ্ডপ তৈরির কাজ শুরু করে দিয়েছেন ভক্তরা। এর সঙ্গে এলাকা দুইটির বাসিন্দাদের মধ্যে শুরু হয়ে গেছে দেবী দুর্গার আগমনের প্রহর গোনা।

ছয় দিন পর দুর্গোৎসব, চলছে সাজসজ্জা ও রঙের কাজ

এরই মধ্যে মঙ্গলবার মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যলোকে এসেছেন দেবী দুর্গা। ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী,২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী,২৮ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ২৯ সেপ্টেম্বর নবমী পূজা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর দশমী শেষে দেবী মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে শিবের বাড়ি ফিরে যাবেন।

দেশের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, এ বছর সারাদেশে মোট ৩০ হাজার ৭৭টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীতে ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ছয় দিন পর দুর্গোৎসব, চলছে সাজসজ্জা ও রঙের কাজ

তিনি আরও বলেন, এবার রাজধানীর গুলশান-বনানী পূজা উদযাপন মন্দির, ফার্মগেটের কৃষিবিদ পূজামণ্ডপসহ ধানমন্ডি, বসুন্ধরার পূজামণ্ডপগুলোয় সবচেয়ে বড় প্রতিমাগুলো বসবে।

এবার মা দূর্গা নৌকায় আসছে এবং ঘোড়ায় যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যখন দেশে বন্যা, অতিবৃষ্টি হয় তখন মা দুর্গা নৌকায় আসেন। এরপর যাওয়ার সময় ঘোড়ায় যান।’

ছয় দিন পর দুর্গোৎসব, চলছে সাজসজ্জা ও রঙের কাজ

তিনি বলেন, এবছর প্রতিমা তৈরিতে অন্যবারের চেয়ে খরচ অনেকে বেড়ে গিয়েছে। প্রতিমা তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/আরএআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন