X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আপনারা বাংলাদেশে আসুন, রোহিঙ্গাদের কাছ থেকে বর্বরতার কথা শুনুন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৩

ওআইসির সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ হতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফোরামের যে কোনও উদ্যোগে যোগ দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। সংকট সমাধানে আপনাদের ঐক্য প্রদর্শন করুন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রোহিঙ্গা বিষয়ে ওআইসি’র কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যান্যের মধ্যে ওআইসি মহাসচিব ড. ইউসেফ আল ওথাইমেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি মানবিক বিপর্যয়। আমি নিজে তাদের অবস্থা পরিদর্শন করেছি। আমি নারী ও শিশুদের  দুঃখ-দুর্দশার কথা শুনেছি। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে এসে মিয়ানমারের বর্বরতার ব্যাপারে তাদের কাছ থেকে শুনুন।’

আপনারা বাংলাদেশে আসুন, রোহিঙ্গাদের কাছ থেকে বর্বরতার কথা শুনুন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা রোহিঙ্গাদের ঢল সামলাতে বাংলাদেশের জন্য ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর কাছ থেকে ‘জরুরি মানবিক সহায়তা’ চেয়েছেন।

প্রধানমন্ত্রী ওআইসি নেতাদের জানিয়েছেন, ২৫ আগস্টের পর থেকে স্থল ও নদী পথে সীমান্ত অতিক্রম করে ৪ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের ৬০ শতাংশই শিশু।

তিনি বলেন, মিয়ানমার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে প্রচারণা চালাচ্ছে। অবশ্যই তা বন্ধ করতে হবে এবং দেশটিকে অবশ্যই রোহিঙ্গাদেরকে তাদের নাগরিক হিসেবে স্বীকার করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সব ধরনের নির্মমতা অবিলম্বে বন্ধ করতে হবে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরত নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এর আগে আরও ৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।  স্থান ও সম্পদের সীমাবদ্ধতা সত্বেও আমরা প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়েছি। বাংলাদেশ দুর্দশাপীড়িত এই লোকদের খাদ্য, আশ্রয় এবং জরুরি সেবা দিয়ে যাচ্ছে।’

আপনারা বাংলাদেশে আসুন, রোহিঙ্গাদের কাছ থেকে বর্বরতার কথা শুনুন: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং পরে তাদের নিজ দেশে ইন্টারনালি ডিসপ্লেস পার্সন’স (আইডিপি) ক্যাম্পে পাঠানো হয়। তার সরকার সব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে মিয়ানমার সরকার এ আহ্বানে সাড়া দিচ্ছে না। বরং রোহিঙ্গাদের ফেরত পাঠানো বন্ধ করতে সীমান্তে স্থলমাইন পেতে যাচ্ছে।’ খবর বাসস।

আরও পড়ুন:

‘খালেদা জিয়া পালিয়ে থাকেন কেন?’

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিন, বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন