X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘পাটের বস্তা ব্যবহার নিয়ে মন্ত্রীদের ভুল ব্যাখ্যা দিয়েছেন অসাধু চাল ব্যবসায়ীরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪১

মির্জা আজম (ফাইল ফটো) চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের বিষয়ে কিছু অসাধু চাল ব্যবসায়ী মন্ত্রীদের ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

গত রবিবার সচিবালয়ে চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৈঠকে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক চাল আমদানিতে চটের বস্তা ব্যবহারে সরকারি বাধবাধকতা স্থগিত করার কথা জনান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মির্জা আজম বলেন,‘অনেক চাল মিল মালিকের প্লাস্টিকের (পিপি) ব্যাগ তৈরির কারখানাও রয়েছে। চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় সেসব কারখানা প্রায় বন্ধ হওয়ার সম্মুখীন। তাই অসাধু চাল ব্যবসায়ীরা মন্ত্রীদের ভুল বুঝিয়ে ওই কারখানাগুলো আবার চালু করতে চাইছে।’

তিনি আরও বলেন, ‘প্লাস্টিকের বস্তা ব্যবহারের কারণে আমাদের পরিবেশ ধ্বংস হয়। প্যাকেজিং আইন অনুযায়ী প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করায় আমাদের পরিবেশ কিছুটা রেহাই পাচ্ছিল। এছাড়া পাট শিল্পও আবার জেগে উঠেছিল। আমরা যদি প্যাকেজিং অ্যাক্ট যথাযথভাবে কার্যকর করতে না পারি তবে পাটচাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং পাটকলগুলো ধ্বংস হয়ে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চটের ব্যাগ ব্যবহার না করলে চালের দাম প্রতি কেজিতে ১/২ টাকা কমবে বলে চাল ব্যবসায়ীরা মন্ত্রীদের বুঝিয়েছেন। কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে চালের দাম কেজিতে সর্বোচ্চ ৫০ পয়সা কমতে পারে।কারণ,আমরা একটি চটের বস্তা বিক্রি করি ৪৪ টাকায়। যা খালি অবস্থায় ২০ টাকা বিক্রি করা যায়। ফলে চটের বস্তায় খরচ হয় ২৪ টাকা। আর একটি প্লাস্টিকের বস্তায় খরচ হয় ২৫ টাকা। সুতরাং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে ব্যবসায়ীরা কিভাবে চালের দাম কমাবেন?’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে চান কারণ এটা তৈরির কাঁচামাল আমদানি শুল্কমুক্ত। এ কাঁচামাল ব্যবহার করে অন্যান্য খাবারের প্যাকেট প্রস্তুত করার কথা। অথচ সেটা না করে চালের ব্যাগ তৈরি করছেন তারা। সুতরাং প্লাস্টিকের ব্যাগ তৈরি করে তারা সরকারের দেওয়া শর্ত ভঙ্গ করছেন।’

প্লাস্টিকের ব্যাগে চাল আমদানি হলে আবারও চালের বাজার অস্থির হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, ‘অসম্ভব, এ সিদ্ধান্তে চালের বাজার আর অস্থির হবে না।’

প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে চালের দাম না কমলে মন্ত্রীরা ব্যবসায়ীদের দাবি মানলো কেন―এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ব্যবসায়ীরা যে যুক্তি দিয়েছেন সে বিষয়ে মন্ত্রীরা বিস্তারিত জানেন না।’

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে প্যাকেজিং অ্যাক্ট চালু হয়। এ আইন অনুযায়ী ১৭টি পণ্যে চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়।  

আরও পড়ুন:  


‘খালেদা জিয়া পালিয়ে থাকেন কেন?’
মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৮
দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ভারত থেকে সব শরণার্থী ফিরিয়ে এনেছিলেন: প্রধানমন্ত্রী

 

 
 
/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়