X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘স্বার্থের কারণে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশী দেশগুলো চুপ করে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪১

দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম (ছবি- সাজ্জাদ হোসেন) মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে, তা গণহত্যার পর্যায়ে পৌঁছে গেছে। কেবল গণহত্যা নয়, এটা মানবিকতা হত্যায় পরিণত হয়েছে। কিন্তু এই এলাকার প্রতিবেশী দেশগুলোর আচরণ দেখে মনে হচ্ছে যে সেখানে কিছুই হচ্ছে না। গণমাধ্যমে অনেক খবর এলেও এসব দেশ নিজেদের স্বার্থের কারণেই এই ইস্যুতে চুপ হয়ে আছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত ‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম।
বৈঠকিতে মাঈনুল আলম বলেন, ‘খনিজ সম্পদে ভরপুর একটি দেশ মিয়ানমার। বিশেষ করে রাখাইন রাজ্যে অনেক খনিজ সম্পদ রয়েছে। ফলে সেখানে একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক তৈরির আগ্রহ রয়েছে এই অঞ্চলের দেশগুলোর। রোহিঙ্গা নিধন শুরুর পর পর নরেন্দ্র মোদি যখন মিয়ানমার সফলে গেলেন, তখন তাদের দুই দেশের অ্যাপ্রোচ দেখেই স্পষ্ট বোঝা গেছে যে তারা মিয়ানমারের সঙ্গে একটি বাণিজ্যিক সম্পর্ক তৈরিতে তৎপর। কোনও রাজনৈতিক ইস্যু নেই, শুধুমাত্র বাণিজ্যিক ইস্যুকেই সামনে আনা হয় ওই সফরে।’
মাঈনুল আলম আরও বলেন, ‘সমগ্র মিয়ানমারের দু’টি গভীর সমুদ্রবন্দর থেকে শুরু করে জ্বালানি, বিদ্যুৎসহ অন্যান্য খনিজ সম্পদের ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। এ অবস্থায় ভারতও মিয়ানমারের ওপর প্রভাব রাখতে চায়। পরিস্থিতি দেখলে বোঝা যায়, ভেতরে ভেতরে একটি প্রতিযোগিতা চলছে।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান, কূটনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক, শিক্ষক ও গবেষক আলতাফ পারভেজ এবং বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে এই বৈঠকি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন-

‘পরিকল্পনা করেই রোহিঙ্গাদের নিধন করা হচ্ছে’

‘ব্লু ইকোনমির কারণে রাখাইনে অনেক দেশের স্বার্থ আছে’
‘রোহিঙ্গা সংকটের সঙ্গে মিয়ানমারের ইতিহাসও জড়িয়ে আছে’
‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘স্বীকৃতি দেবে না বলেই আদমশুমারি থেকে রোহিঙ্গাদের বাদ দিয়েছে মিয়ানমার’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি