X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খোলাবাজারে চাল-আটা বিক্রির কমিশন বাড়ানোর চিন্তা

এস এম আববাস
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৩৪

ওএমএসের চাল কিনছেন ক্রেতারা খোলা বাজারে (ওএমএস) চাল-আটা বিক্রিতে ডিলারদের ধরে রাখতে তাদের কমিশন বাড়ানোর চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার  (২১ সেপ্টেম্বর) খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ কথা জানান। ক্রেতা ও কমিশন কম থাকায় লোকসানের কারণে রাজধানীর অনেক স্থানেই ডিলাররা স্বল্প দামের চাল-আটা বিক্রি করছেন না–এমন তথ্য জানানোর পর মন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা জানান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর বংশালে গিয়ে দেখা যায় ট্রাকে চাল-আটা বিক্রি চালিয়ে যেতে  ডিলার সালাউদ্দিন বাদলকে বারবার অনুরোধ করছে খাদ্য অধিদফতরের এরিয়া রেশনিং কর্মকর্তা আনোয়ার পারভেজ। গায়ে হাত বুলিয়ে তিনি বলেন, ‘ভাই জনগণের জন্য কাজ করে যান, পরিস্থিতি বুঝতেই পারছেন। গরিব মানুষের জন্য একটু সাহায্য করুন।’

পরে রেশনিং কর্মকর্তার এমন অনুরোধ সম্পর্কে বাদল বলেন, ‘ভাই, প্রতিদিন তো লোকসান দিতে পারবো না। কমিশন না বাড়ালে আর একদিনও চাল বিক্রি করবো না। একদিনের টাকা জমা আছে। তাই একদিনের চাল তুলে বিক্রি করে আর টাকাও জমা দেবো না, চালও তুলবো না। বিক্রি যেন বন্ধ না করি, তাই উনি বার বার অনুরোধ করছেন। আপনিই বলেন— প্রতিদিনই কেন লোকসান দেবো।’ তিনি আরও বলেন, ‘শুধু আমি নই, কেউ বিক্রি করবে না। আগে দেড়শ ডিও হয়েছে ওএমএসের খাদ্যপণ্যের জন্য। এখন রাজধানীতে ১২০টি ডিও হওয়ার কথা, কিন্তু ডিও হয়েছে মাত্র ৩৮টি। বাকি ডিলাররা চাল-আটা নেননি, তাই কেউ ডিও করাননি।’

ডিলারদের এ তথ্যের সত্যতা যাচাই করতে রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেল খোলা বাজারে চাল-আটা বিক্রির ট্রাক নেই অনেক জায়গায়। জাতীয় প্রেসক্লাবের সামনে, মোতালেব প্লাজার সামনে, মতিঝিলের বক চত্বরের বটগাছের নিচে, বাংলামোটর-কাঁঠালবাগান, মিরপুরের শেওড়াপাড়া এবং পান্থপথে ‘ট্রাক সেলে’ চাল-আটা বিক্রি করতে দেখা যায়নি।

তবে এ বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ তথ্য ঠিক নয়। ডিলাররা ঠিক বলেননি।’ ডিলারদের কমিশন বাড়িয়ে দেওয়ার দাবির বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘তাদের কমিশন বাড়িয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার।’

বিকাল তিনটার দিকে খোলা বাজারের চাল ও আটা কিনতে  নূর জাহান ও রাহেলা আখতার দাঁড়িয়ে ছিলেন বাংলামোটর-কাঁঠালবাগানে ‘ট্রাক সেলের’ নির্ধারিত স্থানে। পাশের চা-দোকানি মোহাম্মদ হেলাল এই দুই নারীকে বলেন, ‘আজ ট্রাক আসেনি’। নূর জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোতালেব প্লাজার কাছে ট্রাক নেই, তাই এখানে আসলাম। এখানেও দেখি ট্রাক নেই।’ শুক্রবার চালের ট্রাক পাওয়া যাবে কিনা জানতে চান এই নারী। বিভিন্ন ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোলাবাজারে চাল ও আটা বিক্রির করে লোকসান গুনতে চান না তারা। তাই মাঠে নেই অনেকেই। লোকসান এড়াতে সরকারর কাছে  কমিশন বাড়ানোর দাবি তাদের।

এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের একান্ত সচিব হারুন-আর-রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, খাদ্য অধিদফতরের মনিটরিং টিম ডিলারদের চাল ও আটা বিক্রির কার্যক্রম পরিদর্শন করছেন। কমিশন বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজন হলে ডিলারদের কমিশন দেবে অধিদফতর।

গত দু’দিন থেকেই ডিলাররা কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বুধবার বাংলামোটর-কাঁঠালবাগানের ট্রাক সেলকর্মী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘চালে দেড় টাকা কমিশন, আটায় এক টাকা। চাল-আটা মিলিয়ে দুই টনে লাভ আসে আড়াই হাজার। কিন্তু ট্রাক ভাড়া এক হাজার, দুই কর্মীকে ৪০০ করে ৮০০ টাকা এবং খাওয়ার জন্য ২০০ টাকা দিতে হয়। এছাড়াও আরও কিছু খরচ রয়েছে। এভাবে লোকসান দিয়ে কেউ খোলাবাজারে চাল বিক্রি করতে করবে না। সকারকে কমিশন বাড়াতে হবে।’

১৭ সেপ্টেম্বর থেকে খাদ্য মন্ত্রণালয় ৩০ টাকা কেজি আতপ চাল এবং ১৭ টাকা কেজি দরে আটা বিক্রির শুরু করেছে। রাজধানীতে ১২০টি স্থানে এ দুটি পণ্য নিয়ে ট্রাক থাকার কথা জানানো হয়। চালের দাম বাড়ায় ঢাকায় ১০৯ টিসহ সারাদেশে ৬২৭টি ট্রাকে করে এমএসের চাল বিক্রি শুরু করা হয়।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট