X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকার বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, দামও কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৭

রূপালি ইলিশ

জাতীয় মাছ ইলিশে এখন ভরে গেছে রাজধানীর বাজারগুলো।  অলিগলি তো বটেই, বাসার দোরগোড়ায়ও এখন ইলিশ বিক্রেতা হকারদের হাঁকডাক শোনা যাচ্ছে।  প্রচুর সরবরাহ থাকায় ইলিশের দামও রাজধানীবাসীর নাগালে।  আর ক্রেতাদের নজরও এখন ইলিশের দিকে-ই। বিক্রেতারা জানান, আকার ও ওজন ভেদে অন্য সময়ের তুলনায় প্রতি কেজি ইলিশ ৪০০-৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে।

কাওরান বাজারে গিয়ে দেখা যায়, এখানে প্রচুর ইলিশ উঠেছে। ক্রেতাদের উপস্থিতিও অন্য যে কোনও সময়ের তুলনায় বেশি। দাম কম হওয়ায় সবার নজরই ইলিশ কেনার দিকে। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবরের শুরু থেকে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শুরু হবে। এতে দাম বাড়তে পারে। তাই ইলিশ কিনতে বাজারে আসা তাদের।

বিক্রেতারা জানান, এক কেজি ওজনের একটি ইলিশ ৯শ’ থেকে এক হাজার টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৭শ’ থেকে ৮শ’ টাকা, আধা কেজি ওজনের ইলিশ ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা, আধা কেজির কম ওজনের ইলিশ কেজি প্রতি সাড়ে তিনশ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রতিদিনই ইলিশের দাম ওঠানামা করে। বিক্রেতারা আরও জানান, বেশিরভাগ ইলিশ মাছ আসছে ভোলা, বরিশাল, নোয়াখালী অঞ্চল থেকে। তবে চাঁদপুর ও পদ্মার ইলিশ আসছে কম।

মাছ বিক্রেতা মো. শামিম জানান, বড় সাইজের ইলিশের তুলনায় ছোট সাইজের ইলিশের দামটা তুলনামূলক কম। তাই ছোট সাইজের ইলিশ বেশি বিক্রি হচ্ছে।

দরদাম চলছে

মোহাম্মদ আব্দুর রহিম নামে অন্য এক মাছ বিক্রেতা বলেন, ‘ইলিশ মাছ বেশি বিক্রি হচ্ছে। হালি হিসেবে বিক্রি হচ্ছে, আবার কেজি হিসেবেও বিক্রি হচ্ছে। আজকে প্রায় ২৫ হাজার টাকার ইলিশ বিক্রি করেছি। তবে সব দিন এক রকমের বিক্রি হয় না।’

ছোট সাইজের ইলিশের তুলনায় বড় ইলিশের দাম তুলনামূলক একটু বেশি থাকায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আশরাফ আলী নামে এক ক্রেতা বলেন, ‘বাজারে ইলিশ বেশি আছে ঠিকই, তবে বড় সাইজের ইলিশের দাম খুব বেশি একটা কমেনি। মৌসুমেও যদি না কমে, তবে আর কখন দাম কমবে।’

নাফিজ আহমেদ নামে অন্য এক ক্রেতা বলেন, ‘বড় সাইজের ইলিশ কিনতে এসেছিলাম, কিন্তু কিনতে হলো ছোট সাইজের। ছোট সাইজের মাছের দামটা একটু কম। বড় সাইজের দাম আরও কম হলে ভালোই হতো।’

 

/সিএ/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম