X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এতিম রোহিঙ্গা শিশুদের আলাদা রাখা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৮

রোহিঙ্গা শিশু (ফাইল ছবি) মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ০ থেকে ১৮ বছর বয়সী এতিম শিশুদের আলাদা করে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এতিম রোহিঙ্গা শিশুদের আলাদা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শিশুদের অধিকার রক্ষায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তবে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যাদের বাবা-মা আছে তাদের কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের এখতিয়ারের মধ্যে দেওয়া হয়নি। সেটা হয়তো অন্য কোনও মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হবে।’

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘দুই ধরনের এতিম রোহিঙ্গা শিশু শনাক্ত করা হবে। যেসব শিশুর বাবা-মা নেই কিন্তু তারা আত্মীয় স্বজনের সঙ্গে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং যাদের বাবা-মা বা আত্মীয় স্বজন কেউ নেই। মূলত অন্য রোহিঙ্গাদের সঙ্গে জীবন বাঁচানোর তাগিদে এদেশে আশ্রয় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মোট ৪/৫ হাজার এতিম রোহিঙ্গা শিশু আশ্রয় নিয়ে থাকতে পারে। টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গাদের সাময়িকভাবে থাকার জন্য যে দুই হাজার একর জমি দেওয়া হয়েছে সেখানে দুইশ একর করে মোট চারশ একর জমি চাওয়া হয়েছ। প্রক্রিয়া শেষ হলে এতিম রোহিঙ্গা শিশুদের শনাক্ত করে সঙ্গে সঙ্গে স্মার্ট কার্ড দেওয়া হবে। এছাড়া ছবিসহ একটি ডাটাবেজও তৈরি করা হবে।’

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান বলেন, ‘ইতোমধ্যে প্রায় দুইশ এতিম রোহিঙ্গা শিশুর ডাটাবেজ তৈরি করা হয়ে গেছে। সমাজসেবা অধিদফতরের ১২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। তারা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘এসব এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করবে ইউনিসেফ। তবে সমন্বয় করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তালিকাভুক্ত রোহিঙ্গা এতিম শিশুদের গুগল ফর্মের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে।’

এছাড়া আগামী বৃহস্পতিবার তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আরও পড়ুন:
টাকা নিয়ে উধাও দালাল, প্রতারিত হচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা
জনবল তিন গুণ করতে চায় ইসি

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের