X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে সু চির আমন্ত্রণ

শেখ শাহরিয়ার জামান
২৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৪

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (সংগৃহীত ছবি)

১৩তম আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার পাঠানো এক আমন্ত্রণ পত্রে অং সান সু চি মিয়ানমারের রাজধানী নেপিদোতে আগামী ২০ ও ২১ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে সংস্থার মূল উদ্দেশ্য অর্জনের জন্য একসঙ্গে বসে আলোচনা করা হবে বলে জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,এটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং আমরা এ আমন্ত্রণটি প্রত্যাশা করছিলাম।

বাংলাদেশ মন্ত্রী পর্যায়ে অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আমাদের হাতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে।’

প্রসঙ্গত:বাংলাদেশ ২০১২ সালে এশিয়া ইউরোপ মিটিং (আসেম)-এ যোগদান করে। এর মোট সদস্য সংখ্যা ৫৩।

এদিকে সু চির স্টেট কাউন্সিলর অফিসের ইউনিয়ন মন্ত্রী উ টিন্ট সোয়ে আগামী ২ অক্টোবর দু’দিনের সফরে ঢাকা আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন,‘আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই এবং এ বিষয়ে মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে।’

প্রসঙ্গত গত সপ্তাহেই জাতিসংঘের অধিবেশনের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় এ সফরের বিষয়ে উভয়পক্ষে আলোচনা হয়।

তিনি বলেন, এর আগে অনেকবার আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমার আলোচনার টেবিলে বসলেও সময়ক্ষেপণ ছাড়া তেমন কোনও ফল হয়নি। এবার এ ব্যাপারে বাংলাদেশ সজাগ থাকবে।

এদিকে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান ও নির্বাহী পরিচালক ডেভিড বিসলে শনিবার ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময়ে বাংলাদেশে আসার আগ্রহ দেখান বিসলে। তখনই প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

এছাড়া মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি অক্টোবরের মাঝামাঝি ঢাকা সফর করবেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইরডিরিমেরও অক্টোবরে ঢাকায় আসার সম্ভাবনা আছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!