X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিশুদের কথা শুনে আগামীর কর্ম পরিকল্পনা করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৬:৩৫আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:৪৪

বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী মেহের আফরোজ চুমকীর সঙ্গে অন্য অতিথিরা

আজ যারা শিশু তারাই আগামী দিনে দেশের কাণ্ডারী, দেশের হাল ধরবে তারাই। তাই শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, শিশুদের কথা শুনে আগামী দিনের কর্মপরিকল্পনা করতে হবে।বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ সংশ্লিষ্টরা।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বজুড়ে শিশু দিবস পালিত হয়। সে হিসেবে আজ ২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। শিশু দিবসে উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুদের জন্য সুন্দর পৃথিবী আমাদের প্রত্যাশা। আর তাদের জন্য সব অধিকার নিশ্চিত করা গেলে শিশুরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তখন তারা সুন্দরভাবে বিশ্বকে পরিচালনা করবে। কেবলমাত্র নিজ নিজ দেশের নয়, বিশ্ব নেতাদেরকে বিশ্বে সব শিশুকে নিয়ে ভাবতে হবে।

বর্তমান সরকার শিশুদের অগ্রাধিকার দিয়েছে মন্তব্য করে মেহের আফরোজ চুমকি বলেন, ২০১১ সালে শিশু নীতিসহ শিশুদের সুরক্ষায় বিভিন্ন আইন হয়েছে, বাল্যবিবাহ বন্ধ নিয়ে সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে মনে রাখতে হবে, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা যাবে না।

পথশিশুদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশের চেয়ে আমাদের দেশে শিশুর সংখ্যা বেশি। তাই কেবল সরকার নয়, বাবা-মাসহ সবাইকে শিশুদের স্বার্থে সচেতন হতে হবে, যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

শিশুদের নৃত্য প্রদর্শন

শিশুরা যেন পুষ্টিহীনতা এবং অশিক্ষায় না ভোগে সেজন্য পরিবারকে সজাগ থাকতে হবে। শিশুদের জন্য কেবল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নয়, আরও ১০টি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, শিশুদের তৈরি করতে না পারলে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম তার বক্তব্যে বলেন, স্কুল-মাদ্রাসাগুলোতে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে, তৃণমূলের শিশু, পথশিশুদের তুলে আনতে হবে, তাদের বিকশিত করতে হবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুরা ট্রমাটাইজড হয়ে আছে জানিয়ে নাসিমা বেগম বলেন, সবাই মিলে এসব নারী ও শিশুর জন্য কাজ করতে হবে। কারও প্রতি বৈষম্য করা যাবে না।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, যেভাবে বর্তমান সরকার শিশু বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন-সেটা উদাহরণ। রোহিঙ্গা শিশুদের নিজ দেশে ফেরত নিতে হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা শিশুরা অন্য দেশের আশ্রিত জনগোষ্ঠী কেন হবে, তাদের নিজ দেশে ফেরত নিতে হবে। নিজ দেশে তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার দিতে হবে।

পুরস্কার বিজয়ীদের সঙ্গে অনুষ্ঠানের অতিথিরা

অনুষ্ঠানে শিশু সাহিত্যিক রফিকুল হক, ঝর্ণা দাশ পুরাকয়স্থ এবং আসলাম সানীর হাতে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার দেওয়া হয় নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেসব শিশুরা বিজয়ী হয়েছে তাদেরকেও।

কবিতা আবৃত্তি, নাচ গানসহ অনুষ্ঠানে আমেরিকা, ফিলিপাইন, ভারত, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলংকার শিশুরাও বাংলাদেশের শিশুদের সঙ্গে অংশ নেয়।

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী