X
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
১৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মেডিক্যাল ভর্তি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শনের জন্য টিম গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ১৫:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:১৫

মেডিক্যাল ভর্তি পরীক্ষা, ছবি সংগৃহীত ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোয় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের জন্য টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খান মো. নুরুল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টিম গঠনের কথা বলা হয়েছে।

আগামী ৬ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীতে পাঁচটিসহ দেশের ২০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্রের ৩৪টি ভেন্যুতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা তদারকি,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ও কেন্দ্রগুলোতে কোনও অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে পরিদর্শন টিম গঠন করা হল।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘এবার ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এমবিবিএস-এ সরকারি ৩১টি মেডিক্যাল কলেজের জন্য আসন রয়েছে তিন হাজার ৩১৮টি। আর ৬৯টি প্রাইভেট মেডিক্যাল কলেজের জন্য আসন রয়েছে ৬০ হাজার ২৫টি।’

এর আগে ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বেলছেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। কোনও ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো এমনকি খাতা মূল্যায়ন সবকিছুই মনিটরিং করবে। এছাড়া, সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে একটি ওভারসাইট কমিটিও করা হয়েছে।’

 

 

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখার পাশাপাশি সাধ্যমতো লড়াই করার ইচ্ছা সাবিনাদের
শেখার পাশাপাশি সাধ্যমতো লড়াই করার ইচ্ছা সাবিনাদের
ইউক্রেনকে সহযোগিতায় নড়েচড়ে বসছে ইউরোপ, এখনও সতর্ক যুক্তরাষ্ট্র
বিশ্বযুদ্ধের হুমকি রাশিয়ারইউক্রেনকে সহযোগিতায় নড়েচড়ে বসছে ইউরোপ, এখনও সতর্ক যুক্তরাষ্ট্র
দুই বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে
দুই বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে
বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ বন্ধ কক্সবাজার স্পেশাল ট্রেন
বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ বন্ধ কক্সবাজার স্পেশাল ট্রেন
সর্বাধিক পঠিত
নতুন কারিকুলামের ষান্মাসিক মূল্যায়নের রুটিন
নতুন কারিকুলামের ষান্মাসিক মূল্যায়নের রুটিন
নতুন শিক্ষাক্রম: চূড়ান্ত হচ্ছে পাবলিক মূল্যায়ন পদ্ধতি
নতুন শিক্ষাক্রম: চূড়ান্ত হচ্ছে পাবলিক মূল্যায়ন পদ্ধতি
বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিনের সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে সরকারের চিঠি
পিতার নাম বদলে এনআইডি-পাসপোর্টবঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিনের সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে সরকারের চিঠি
প্রথম আন্ডারপাস পাচ্ছে চট্টগ্রাম, থাকছে দোকানও
প্রথম আন্ডারপাস পাচ্ছে চট্টগ্রাম, থাকছে দোকানও
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল