X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্তন ক্যান্সার: ‘ট্যাবু’ র কারণে চিকিৎসকের কাছে যান না আক্রান্তরা

জাকিয়া আহমেদ
১০ অক্টোবর ২০১৭, ১০:০৭আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২১:৩৬

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরি ‘আমার ক্যান্সার ধরা পড়ে ২০০৩ সালে। শুরুতে পাত্তাই দেইনি। ভেবেছি এমনিতেই ভালো হয়ে যাবে। সে সময় এখনকার মতো গণমাধ্যমে এনিয়ে লেখালেখিও হতো না। ফলে অনেক কিছুই জানতাম না। চিকিৎসকের কাছে যাওয়া নিয়েও ছিল সংকোচ। যখন চিকিৎসকের কাছে গেলাম তখন অনেক দেরি হয়ে গেছে।’ কথাগুলো বলছিলেন স্তন ক্যান্সারে আক্রান্ত নাজমা আনোয়ার।

তিনি বলেন, ‘এরপর ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে গেলাম। সেখানকার চিকিৎসক জানালেন, শুরুতে চিকিৎসা করা গেলে এই ক্যান্সারের নিরাময় সম্পূর্ণ সম্ভব। কিন্তু আমি সমাজ-সংসার, আর কুসংস্কারের কারণে চিকিৎসকের শরণাপন্ন হইনি। এখন বুঝি, আমাদের দেশের মেয়েরা এই ট্যাবু’র কারণেই নিজের বিপদ ডেকে আনেন।’

বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত হয়ে মারা যানা সাত হাজারের মতো। নারী ক্যান্সার রোগীদের মধ্যে আবার প্রায় ২৫ শতাংশ নারী স্তন ক্যান্সারে রোগী।

স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ শতাংশ নারী কোনও চিকিৎসা ছাড়াই মারা যান বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্যাবু অর্থাৎ সমাজ, সংসার আর কুসংস্কারের কারণে নারীরা এই রোগ নিয়ে সচেতন নয়। সচেতন হলেও চিকিৎসা নেন না। সংকোচে ভোগেন। অথচ শুরুতেই চিকিৎসা করা গেলে স্তন ক্যান্সার নিরাময় সম্ভব।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবলমাত্র সচেতনতার অভাবে এবং ট্যাবু’র কারণে দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা বেড়েই চলেছে। তাদের চিকিৎসায় বিলম্ব হচ্ছে। চিকিৎসায় সুস্থ হওয়ার যখন কোনও সম্ভাবনা থাকে না, তখন তারা চিকিৎসকের কাছে আসেন। অথচ প্রাথমিক পর্যায়ে এ রোগটি নির্ণয় করতে পারলে ৯০ শতাংশ রোগীকে ভালো করা সম্ভব।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যান্সার হাসপাতালের সর্বশেষ ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, ওই বছর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন দেড় হাজারের মতো নারী। এই হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারে আক্রান্তদের ৮৯ শতাংশই বিবাহিত। তাদের গড় বয়স ৪১ বছর। বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যান্সারের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

সংশ্লিষ্টরা জানায়, বিশেষায়িত ক্যানসার হাসপাতাল এবং অন্য হাসপাতালগুলোতে সব মিলিয়ে বছরে চার হাজারের মতো নারী স্তন ক্যান্সারের চিকিৎসা নিয়ে থাকেন। রোগীদের বড় অংশই চিকিৎসার বাইরে থেকে যায়।

স্তন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলোকে দু’ভাগে ভাগ করা হয় জানিয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। কিছু ফ্যাক্টর পরিবর্তন করা যায় না। ’

তিনি বলেন, ‘ব্রেস্ট ফিডিং না করালে যেমন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে, তেমনি সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ওজনের কারণেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আবার খাদ্যাভাস ও কায়িক পরিশ্রম না করলে যেমন ওজন ঝুঁকি বাড়ে এবং সেই সঙ্গে বেড়ে যায় স্তন ক্যান্সারের ঝুঁকিও। ’

স্তন ক্যান্সার শুরুতেই চিহ্নিত করতে হবে জানিয়ে ডা. হাবিবুল্লাহ বলেন, ‘যেসব লক্ষণ রয়েছে সেগুলো দেখামাত্র চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদের দেশের নারীদের মধ্যে এই প্রবণতা একেবারেই অনুপস্থিত। আমাদের দেশের নারীরা পরিবারের অন্যদের স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন, নিজের স্বাস্থ্যের বিষয়ে ততটাই অসচেতন। এ কারণে বেশিরভাগ নারী চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন। এ বিষযে সরকারকে কাজ করতে হবে।’

‘যেসব রোগী আমরা পাই তাদের বেশির ভাগই লেট স্টেজে আসেন এবং এর প্রধান কারণ হচ্ছে ট্যাবু। লজ্জার কারণে তারা কাউকে বলতে পারেন না।’ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমিন আব্বাসি। তিনি বলেন, ‘স্ক্রিনিং করে যাদের আর্লি স্টেজে পাওয়ার কথা, তাদের পাচ্ছি লেট স্টেজে। ফলে তাদের সারভাইভাল রেটটা অনেক কমে যায় এবং সুস্থ হওয়ার সম্ভাবনাও কমে যায়।’

তিনি বলেন, ‘সচেতনতা তৈরি করতে হলে হতাশা-ভয় এবং লজ্জা -এই তিনটি বিষয়কে দূর করতে হবে। অন্যথায় স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই যাবে।’

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগীদের শনাক্তকরণ প্রক্রিয়া আরও বেগবান করতে রাষ্ট্রীয় নীতিমালা থাকা প্রয়োজন। স্তন ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে বলে জানান ডা. শারমিন আব্বাসি।

 

/জেএ/এপিএইচ/আপ-এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া