X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৯:১০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৬:৫০

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধান বিচারপতি এস কে সিনহা (সংশোধিত ছবি)

প্রধান বিচারপতি এস কে সিনহা আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান। দেশটি সফরের উদ্দেশ্যে সস্ত্রীক ভিসা পাওয়ার পর বিষয়টি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করে আজ  মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন এবং তার সরকারি বাসভবনে অবস্থান করছেন।
এ চিঠির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি চিঠি পাঠানোর বিষয়ে শুনেছি। তবে এখনও হাতে পাইনি।’
পরে সন্ধ্যায় চিঠি পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আইন সচিব আবুল সালেহ শেখ মো. জহিরুল হক। তিনি জানান, ‘উনি (প্রধান বিচারপতি) দেশের বাইরে যাবেন জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সেখানে ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের কথা রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে।’
মন্ত্রণালয়ের একটি সূত্র আরও জানিয়েছে, চিঠিতে বিদেশে অবস্থানের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদগ্রস্ততার কারণ উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২৫ দিনের  অবকাশ শেষে ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার দিনই অসুস্থতার কারণ দেখিয়ে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটিতে যান সুরেন্দ্র কুমার সিনহা। এ নিয়ে রাজনৈতিকমহল ও আইনজীবীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় এবং বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট নিয়ে সরকারের সঙ্গে প্রধান বিচারপতির মতপার্থক্য দেখা দেওয়ায় প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ তোলেন বিরোধীদলীয় রাজনীতিবিদসহ আইনজীবী সমিতির একাংশ। তবে সরকার ও আওয়ামী লীগ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। প্রধান বিচারপতি বা আদালতের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এর মধ্যেই প্রধান বিচারপতি সস্ত্রীক অস্ট্রেলিয়ায় যেতে পাঁচ বছরের ভিসার জন্য দূতাবাসে আবেদন করেন। দেশটিতে বর্তমানে তাদের বড় মেয়ে সূচনা সিনহা অবস্থান করছেন। তাদের তিন বছরের ভিসা দেয় অস্ট্রেলিয়া দূতাবাস। এরপর আজ তিনি রাষ্ট্রপতিকে তার বিদেশ ভ্রমণের বিষয়টি চিঠির মাধ্যমে অবহিত করলেন।

২০১৫ সালের ১৭ জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এস কে সিনহার আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

/এজেডকে/ইউআই/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না